ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাতার যাচ্ছে ‘আমরা ক’জন শিল্পী গোষ্ঠী’র নৃত্যদল

প্রকাশিত: ০৪:০০, ১১ মে ২০১৭

কাতার যাচ্ছে ‘আমরা ক’জন শিল্পী গোষ্ঠী’র নৃত্যদল

স্টাফ রিপোর্টার ॥ উত্তরবঙ্গের সাংস্কৃতিক রাজধানীখ্যাত বগুড়ার অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘আমরা ক’জন শিল্পী গোষ্ঠী’। এই সংগঠন শুধু বগুড়া নয় সারা দেশে বিদেশে প্রশংসিত হয়েছে তাদের নানা সাংস্কৃতিক কর্মকা-। দেশের পাশাপাশি বিদেশেও মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিয়ে থাকে তারা। এরই ধারাবাহিকতায় কাতার সরকারের আমন্ত্রণে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিতে যাচ্ছে আমরা ক’জনের শিল্পীরা। এছাড়াও এই সাংস্কৃতিক সফরে ঢাকা থেকে অংশগ্রহণ করছে জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌটুশী, আবু বক্কর সিদ্দিক এবং রূপসা। এ প্রসঙ্গে আমরা ক’জনের প্রধান পরিচালক আবদুস সামাদ পলাশ জানান আগামীকাল ১২ মে শুক্রবার সকাল ১০টার ফ্লাইটে কাতারের উদ্দেশে রওয়ানা দেবে বগুড়ার আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর ৬ সদস্যসহ ওই সাংস্কৃতিক প্রতিনিধিদল। আমরা ক’জনার নৃত্য শিল্পীরাসহ ওই দলটি ছয় দিনের সফরে কাতার যাচ্ছে। ওই সফরে তারা আগামী ১৩ মে কাতারের দোহাইয়ে রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়া আগামী ১৪ মে প্রবাসী বাংলাদেশীদের সম্মানে নৃত্য পরিবেশন করবেন আমরা কজনের শিল্পীরা। সেখানে তারা মাহাবুব হাসান সোহাগের পরিচালনায় দেশ, লালন, হাছন, শাহ্ আবদুল করিম এবং রাধা রমনের লোকজ জনপ্রিয় গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন। আমরা ক’জনের নৃত্য শিল্পীদের দলে আছেন সোহাগ, মুমু, রিপন, খেয়া, মাহিয়া ও সুরুজ। বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ সাংস্কৃতিক সফরে যাচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক কর্মীরা। এ সফরে সাংস্কৃতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ-সচিব আবদুল মান্নান ইলিয়াস।
×