ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘ছবিয়াল ঈদ রি-ইউনিয়ন ২০১৭’ এর উদ্যোগ

প্রকাশিত: ০৩:৫৯, ১১ মে ২০১৭

‘ছবিয়াল ঈদ রি-ইউনিয়ন ২০১৭’ এর উদ্যোগ

স্টাফ রিপোর্টার ॥ দর্শকদের টেলিভিশন দেখার আনন্দ ফিরিয়ে আনতে গ্রুপ এম ইএসপি, ধ্বনিচিত্র এবং ছবিয়াল যৌথভাবে সাত দিনের ঈদ আয়োজন নিয়ে আসছে। ‘ছবিয়াল ঈদ রি-ইউনিয়ন’ নামের এই আয়োজনে আবারও ফিরে আসছেন ১২ ছবিয়াল পরিচালক এক সঙ্গে। পরিচালকরা হলেনÑ রেদোয়ান রনি, আশুতোষ সুজন, সরাফ আহমেদ জীবন, আশফাক নিপুন, গোলাম কিবরিয়া ফারুকী, ইফতেখার আহমেদ ফাহমী, মোস্তফা কামাল রাজ, হুমায়ূন সাধু, ইশতিয়াক রোমেল, মাহমুদুল ইসলাম, আলি ফিদা একরাম তোজো ও আদনান আল রাজীব। এদের মধ্য থেকে সাত পরিচালক ঈদের অনুষ্ঠানমালায় সাতটি একক নাটক নির্মাণ করবেন। প্রতিটি নাটকের সামগ্রিক তত্ত্বাবধানে থাকছেন মোস্তফা সরওয়ার ফারুকি। আর প্রথম ৭ ডিরেক্টর নির্বাচিত হবেন লটারির মাধ্যমে। নির্বাচিত সাত পরিচালকের নির্মিত এবং নাটকগুলো প্রচারের জন্য টিভি চ্যানেলের নাম কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে। দর্শকের চাহিদার কথা মাথায় রেখেই প্রচারের সময়, বিজ্ঞাপন বিরতির পরিমাণ নির্ধারণ করা হবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা ছবিয়াল রি-ইউনিয়ন হবে এবারের ঈদে দর্শকদের জন্য ভিন্ন এক অভিজ্ঞতা। মঙ্গলবার ঢাকার একটি অভিজাত হোটেলে ঈদ আয়োজনের এই ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়াটিক থ্রি সিক্সটির ডিএমডি ইরেশ যাকের। গ্রুপ এমের এমডি মোর্শেদ আলম, মোস্তফা সরওয়ার ফারুকি এবং ছবিয়াল পরিবারের ১২ পরিচালক।
×