ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রবীন্দ্রজয়ন্তীতে ‘ডাকঘর’ মঞ্চস্থ

প্রকাশিত: ০৩:৫৯, ১১ মে ২০১৭

রবীন্দ্রজয়ন্তীতে ‘ডাকঘর’ মঞ্চস্থ

সংস্কৃতি ডেস্ক ॥ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৫ বৈশাখ ভোর হলো ও লিটল থিয়েটার বগুড়ার আয়োজনে বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে বিশেষ আকর্ষণ ছিল কবিগুরুর ‘ডাকঘর’ নাটকের মঞ্চায়ন। বাংলাদেশ প্রাম থিয়েটার, বগুড়া থিয়েটার ও কলেজ থিয়েটার বগুড়া এ আয়োজনে সহযোগিতা দেয়। এ উপলক্ষে ওই দিন বিকেল সাড়ে ৪টা থেকে বগুড়া পৌরপার্কের জগিং সেন্টারে বিশেষ আয়োজন করা হয়। নাট্যকর্মীরা এ স্থানের নামকরণ করেছেন বগুড়া থিয়েটারের সাবেক সহ-সভাপতি খন্দকার গোলাম কাদেরের নামে ‘খন্দকার গোলাম কাদের মঞ্চ’। প্রথমে উদ্বোধনী গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সমবেত সঙ্গীত পরিবেশন করেন বাংলার সুর এবং ভোর হলো বগুড়ার শিল্পীরা। কবিতা আবৃত্তি করেন নাট্যকর্মী কনক কুমার পাল অলক। এরপর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেন নৃত্যছন্দম আর্টস একাডেমির নৃত্যশিল্পীরা। এরপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া থিয়েটারের সভাপতিম-লীর সদস্য এ্যাডভোকেট পলাশ খন্দকার। আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া নজরুল পরিষদের সভাপতি এ্যাডভোকেট মোন্তেজার রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সহ-সভাপতি আব্দুল্লাহেল কাফী তারা, সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, বগুড়া থিয়েটারের সভাপতিম-লীর সদস্য দ্বীন মোহাম্মদ দীনু, প্রচার সম্পাদক এ্যাডভোকেট জিএম জিহন, কলেজ থিয়েটার বগুড়ার সভাপতি আমজাদ হোসেন শোভন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না। সবশেষে ভোর হলো ও লিটল থিয়েটার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ও সুপিন বর্মণ নির্দেশিত ‘ডাকঘর’ নাটক মঞ্চায়ন করে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রাকিবুল, তারিক, হৃদয়, রাশা, তরিকুল, রিনতী, মেহেদী প্রমুখ। ডাকঘর নাটকের অমল সকল শুদ্ধতা সুন্দর আর মঙ্গল কামনায় বদ্ধ জানালা খুলে দেয় সকলের উদ্দেশে। আর এরই মাঝে বাংলা সাহিত্যের অমর স্রষ্টাকে তার জন্মদিনে স্মরণ করা হয়।
×