ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মগজধোলাইয়ের শিকার মানবাধিকার আইনজীবী শি

প্রকাশিত: ০৩:৫৮, ১১ মে ২০১৭

মগজধোলাইয়ের শিকার মানবাধিকার আইনজীবী শি

চীনের এক আদালত জানিয়েছে, শি ইয়াং নামের সে দেশের একজন প্রখ্যাত মানবাধিকার কর্মী ও আইনজীবী স্বীকার করেছেন যে, দেশে অন্তর্ঘাতমূলক তৎপরতায় উস্কানি দেয়ার জন্য তাকে বিদেশে প্রশিক্ষণ ও মগজ ধোলাই করা হয়। খবর বিবিসি। আদালতের দেয়া প্রতিলিপিতে বলা হয় যে, শি ইয়াং তার স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে বলেছেন, চীনে পশ্চিমা ধাঁচের সাংবিধানিক বিকাশের জন্য কাজ করার জন্য তাকে হংকং ও দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ দেয়া হয়। এ সংক্রান্ত এক ভিডিও চিত্রে শি ইয়াং ২০১৫ সালে তাকে গ্রেফতারের পর থেকে তার উপর কোন ধরনের নির্যাতন চালানোর কথা অস্বীকার করেন। এদিকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত শি ইয়াং-এর স্ত্রী ও অন্যান্য মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, তারা জানতে পেরেছেন যে, পুলিশ হেফাজতে শির ওপর নির্যাতন চালানো হয়েছে। এবং এ ধরনের নির্যাতন শুধু শি ইয়াং এর ওপর নয়, চীনে এ পর্যন্ত আটক সকল মানবাধিকার কর্মী ও আইনজীবীদের অনুরূপ নির্যাতন ও লোক দেখানো বিচারের সম্মুখীন হতে হয়েছে। ২০১৫ সালের ৯ জুলাই চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ‘৭০৯’ নামে যে দমন অভিযান চালায় সে সময় শি ইয়াং অভিযানকালে গ্রেফতারকৃত শত শত মানবাধিকার কর্মী ও আইনজীবীদের মুক্তির জন্য আইনী লড়াই শুরু করেন। এছাড়াও তিনি হংকং-এর গণতন্ত্রপন্থীদের আইনী সহায়তা দিয়ে চীন সরকারের কোপানলে পড়েন। রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক তৎপরতায় উস্কানি এবং আদালতের রায় বাস্তবায়নে বিঘœ সৃষ্টি করার দায়ে শি ইয়াংকে অভিযুক্ত করা হয়। বর্তমানে শির অবস্থা এখন বেশ শোচনীয়। প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে তার পক্ষে বলার মতো চীনে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত সপ্তাহে তার আইনজীবী চেন জিয়ান গ্যাংকে পুলিশ আটক করেছে।
×