ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এফবিআই প্রধানকে বরখাস্ত করায় ক্ষুব্ধ সিনেটের ডেমোক্র্যাট নেতা

প্রকাশিত: ০৩:৫৮, ১১ মে ২০১৭

এফবিআই প্রধানকে বরখাস্ত করায় ক্ষুব্ধ সিনেটের ডেমোক্র্যাট নেতা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল ফাঁস এবং ট্রাম্পের রুশ সংযোগ নিয়ে তদন্ত করছিলেন কোমি। তাকে বরখাস্ত করায় এ তদন্ত নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন ডেমোক্র্যাটরা। খবর ইয়াহু নিউজের। মঙ্গলবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ এফবিআই পরিচালক জেমস কোমিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, তাকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং কার্যালয় থেকে অপসারণ করা হয়েছে।’ মার্কিন এ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের পরামর্শক্রমে জেমস কোমিকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে তার স্থলাভিষিক্ত কে হবেন, তা জানানো হয়নি। সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার জানান, তিনি ট্রাম্পের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। শুমার আরও বলেন, ‘কোমিকে বরখাস্ত করে তিনি বড় ভুল করলেন। আর এ বরখাস্তের কোন যথাযথ উত্তরও দেননি তিনি।’ শুমার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেছেন, ‘এখন জনগণের বিশ্বাস ফিরিয়ে আনতে একটাই পথ আছে, আর তা হলো নির্বাচনে রাশিয়ার ভূমিকা সম্পর্কে স্বাধীন তদন্ত শুরু করা।’
×