ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোমির বরখাস্তে ডলারের দরপতন

প্রকাশিত: ০৩:৫৮, ১১ মে ২০১৭

কোমির বরখাস্তে ডলারের দরপতন

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক জেমস কোমিকে বরখাস্তের প্রভাব পড়েছে আন্তর্জাতিক মুদ্রা বাজারেও। ডলারের বিনিময় মূল্যে দরপতন হয়েছে শূন্য দশমিক ২০ শতাংশ। ব্রিটিশ সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের। এ ঘটনায় টোকিওর বাজারে শেয়ার ক্রয় বেড়েছে উল্লেখযোগ্য হারে, ফলে ইয়েনের বিনিময়মূল্য বেড়েছে। এশিয়া প্যাসিফিকের অন্য বাজারগুলোতে এর প্রভাব সেভাবে পড়েনি। ওয়াল স্ট্রিটে দিনের শুরুতে শূন্য দশমিক ২৫ শতাংশ দরপতন আশা করা হচ্ছে। স্টেট স্ট্রিট ব্যাংক এ্যান্ড ট্রাস্টের টোকিও শহরের শাখা প্রধান বার্ট ওয়াকাবায়াশি জানান, ‘কোমির খবরটিকে বাজারে নতুন পদক্ষেপের জন্য ঝুঁকি বলে মনে করা হচ্ছে। আর এ সম্পর্কিত শিরোনাম ডলারের দরপতন ঘটিয়েছে।’ ওয়াকাবায়াশি আরও জানান, ‘গত নবেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পর তার নির্বাচনী প্রতিশ্রুতির জন্য ডলারের বিনিময় মূল্য বেড়েছিল উল্লেখযোগ্য হারে।’ মঙ্গলবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ এফবিআই পরিচালক জেমস কোমিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, তাকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং কার্যালয় থেকে অপসারণ করা হয়েছে।’
×