ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মিটফোর্ড অভিযান ॥ বিস্ফোরক বিক্রির দায়ে চারজনের কারাদন্ড

প্রকাশিত: ০৭:৫২, ১০ মে ২০১৭

মিটফোর্ড অভিযান ॥ বিস্ফোরক বিক্রির দায়ে চারজনের কারাদন্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিটফোর্ড এলাকার তিনটি দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য বিক্রির দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদ- ও জরিমানা করা হয়েছে। র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম মঙ্গলবার এ আদেশ দেন। এ সময় বিপুল পরিমাণ দ্রব্য জব্দ করা হয়। এসব বিস্ফোরক দ্রব্য দিয়ে জঙ্গীরা বোমা তৈরি করতো বলে জানিয়েছে র‌্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত। আদালতের রায়ে সাজাপ্রাপ্তরা হলেন- নাহিদ ইসলাম এক বছর, নুরুজ্জামান এক বছর, খোকন মিয়া ৬ মাস ও রনি ৬ মাস। সারওয়ার আলম রাতে সন্ধ্যায় অভিযান স্পট থেকে জনকণ্ঠকে জানান, মিটফোর্ড মার্কেটের আজাদ কেমিক্যাল, মোমতাজ মার্কেট, অগ্রণী কেমিক্যাল ও রূপসা কেমিক্যালসে আগাম তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তাদের দোকানে পাওয়া যায় এসিটোন, সোডিয়াম এজাইড, এলুমিনিয়াম ডাস্ট ও গান পাউডার। এ বিস্ফোরক দ্রব্য দিয়ে শক্তিশালী বোমা তৈরি করা যায়। সম্প্রতি ধরা পড়া জঙ্গীদের আস্তানা থেকে জব্দ করা বোমায় এসব দ্রব্য ব্যবহার করা হয়।
×