ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিন র‌্যাব কর্মকর্তাকে নিজ নিজ বাহিনীতে ফেরত পাঠানোর নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ০৭:৫২, ১০ মে ২০১৭

তিন র‌্যাব কর্মকর্তাকে নিজ নিজ বাহিনীতে ফেরত পাঠানোর নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ মানবপাচারের অভিযোগে আটক আসামিদের আদালতে হাজির না করায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) তিন কর্মকর্তাকে চাকরি থেকে প্রত্যাহার করে নিজ নিজ বাহিনীতে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। মামলা বাতিল সংক্রান্ত আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি শহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দিয়েছেন। তিন র‌্যাব কর্মকর্তা হলেন-মেজর ফাহিম আদনান সিদ্দিকী, এসপি মোঃ আব্দুর রকিব খান ও র‌্যাব-৩ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার দিজেন্দ্র চন্দ্র দে।
×