ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভারতের প্রধান বিচারপতির কারাদণ্ড

প্রকাশিত: ০৬:৩৩, ১০ মে ২০১৭

ভারতের প্রধান বিচারপতির কারাদণ্ড

ভারতের সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি জেএস খেহরসহ আটজন বিচারপতিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সিএস কারনান। অভিযুক্তদের তালিকায় প্রধান বিচারপতি ছাড়াও রয়েছেন বিচারপতি দীপক মিশ্র, জে চেলাশ্বরম, রঞ্জন গগৈ, মদন বি লোকুর, পিনাকি চন্দ্র ঘোষ এবং কুরিয়ান জোসেফ। এ ছাড়া তাকে বিচারপতি হিসেবে কাজ করতে না দেয়ায় বিচারপতি আর ভানুমতিকেও একই সাজা শুনিয়েছেন বিচারপতি কারনান। ওই বিচারপতিদের বিরুদ্ধে বৈষম্য, ষড়যন্ত্র, হয়রানি এবং অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। বিচারপতি কারনান তার রায়ে বলেন, ‘ওই আট বিচারপতি ১৯৮৯ সালের তফসিলী জাতি-উপজাতি নিপীড়ন আইন এবং ২০১৫ সালের সংশোধনী মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই তাদের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়া হলো।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া
×