ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাশরাফিদের নতুন চ্যালেঞ্জ ত্রিদেশীয় সিরিজ

প্রকাশিত: ০৬:২৬, ১০ মে ২০১৭

মাশরাফিদের নতুন চ্যালেঞ্জ ত্রিদেশীয় সিরিজ

ইংল্যান্ডে এবার যাত্রার শুরুটা বেশ ভাল হয়েছে। আগামী মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেটাকে সামনে রেখে আগেভাগেই ইংল্যান্ডের সাসেক্স কাউন্টিতে কন্ডিশনিং ক্যাম্প করতে যায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্পটা বেশ কার্যকর হয়েছে আপাতত। কারণ দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথম প্রস্তুতি ম্যাচে ডিউক অব নরফোকের বিরুদ্ধে অবশ্য বোলিং করার সুযোগ হয়নি। কিন্তু ব্যাটসম্যানরা ব্যাট করতে নেমে রান পেয়েছেন। মুশফিকুর রহীম ১৩৪, সৌম্য সরকার ৭৩ রানের দারুণ দুটি ইনিংস খেলেন। আর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাসেক্সের বিরুদ্ধেও দুর্দান্ত ব্যাটিং করে টাইগাররা। এবার ইমরুল কায়েস ৯২, মেহেদি হাসান মিরাজ অপরাজিত ৬০ ও সাব্বির রহমান ৫২ রানের ইনিংস উপহার দেন। এদিন বোলিং অনুশীলনটাও করতে পেরেছেন বোলাররা। এখন আয়ারল্যান্ডে বাংলাদেশ দল। এখানেও একটি প্রস্তুতি ম্যাচ খেলে ১২ মে থেকে শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে মাশরাফির দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এ আসরটি বিশেষ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এখানকার ফলাফলের ওপরই নির্ভর করবে ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের ক্ষেত্রে কোন অবস্থানে থাকবে বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড ও র‌্যাঙ্কিংয়ের চারে থাকা নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১ জুন ইংল্যান্ডে। ২০০৯ ও ২০১৩ সালের দুটি আসর খেলতে পারেনি বাংলাদেশ দল র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকার কারণে। এবার বিশ্বের ৭ নম্বর ওয়ানডে দল হিসেবে ভালভাবেই এ মর্যাদার টুর্নামেন্টে ফিরেছে টাইগাররা। তবে এর আগে আয়ারল্যান্ড সফরটাও বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য। কারণ শক্তিশালী নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলতে হবে। আইসিসি র‌্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড বাংলাদেশের ওপরে (৪ নম্বরে) আর আয়ারল্যান্ড অনেক পিছিয়ে (১২ নম্বর)। সে কারণে এ আসরের ম্যাচগুলোর ফলাফল প্রভাব ফেলবে বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে পারলে র‌্যাঙ্কিংয়ে বেশ উন্নতি হওয়ার সুযোগ থাকবে। আর আইরিশদের কাছে হেরে গেলে রেটিংয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। অথচ ২০১৯ বিশ্বকাপের বিষয়টি বিশেষভাবে মাথায় রাখতে হচ্ছে। কারণ সরাসরি অংশ নিতে হলে এ বছর ৩০ সেপ্টেম্বর সর্বশেষ ঘোষিত আইসিসি র‌্যাঙ্কিংয়ে সেরা আটে থাকতে হবে। তাই এখন থেকে প্রতিটি টুর্নামেন্ট, সিরিজ র‌্যাঙ্কিংয়ের বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য। এ বিষয়ে মাশরাফিরাও সতর্ক। তিনি দেশ ছাড়ার আগে বলেছেন, ‘চারটা ম্যাচ আছে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য এ সিরিজ খুব গুরুত্বপূর্ণ। র‌্যাঙ্কিংয়ের দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ।’ ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে ৪ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। ৯১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ড ৪২ পয়েন্ট নিয়ে আছে দ্বাদশ স্থানে। সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করেছে বাংলাদেশ দল। যদিও সাকিব, মুস্তাফিজ সেই অনুশীলন ক্যাম্প মিস করছেন। কিন্তু গত বছর মুস্তাফিজ এ কাউন্টির হয়েই খেলে গেছেন আর সাকিবের জন্য ইংল্যান্ডের পরিবেশ চেনা। তাই খুব একটা সমস্যা হবে না তাদের। এবার দলের সঙ্গে আছেন অলরাউন্ডার নাসির হোসেনও। ফিরেছেন দীর্ঘদিন পর। তার জন্য পরীক্ষা নিজেকে মেলে ধরে সামর্থ্য প্রমাণ করার। দুটি সফল প্রস্তুতি ম্যাচ শেষে এখন আয়ারল্যান্ডে দল। খেলবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। এর আগে একটি প্রস্তুতি ম্যাচ আছে এখানেও। সফরটি মূলত আসন্ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের জন্য। আগামী মাসের ১ তারিখেই ইংল্যান্ডের মাটিতে শুরু হবে বিশ্বের সেরা আটটি দলকে নিয়ে এ মর্যাদার আইসিসি টুর্নামেন্ট। উদ্বোধনী দিনেই স্বাগতিকদের বিরুদ্ধে দ্য ওভালে মাঠে নামবেন মাশরাফিরা। এর আগে বাংলাদেশের জন্য দারুণ লাভজনক হিসেবে সুযোগ হয়েছে ত্রিদেশীয় সিরিজ খেলার। প্রায় সামঞ্জস্যপূর্ণ পরিবেশ আয়ারল্যান্ডের মাটিতে এ ত্রিদেশীয় সিরিজ খেলে বেশ ভাল প্রস্তুতি নিতে পারবেন মাশরাফিরা এমনটাই আশা করা হচ্ছে। ইতোমধ্যেই সেই প্রস্তুতির ১২ দিন পার করছে বাংলাদেশ দল। ইংল্যান্ডের সাসেক্স কাউন্টি সফরে ১০ দিনের ক্যাম্প করেছে এবং দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। ডিউক অব নরফোকের বিরুদ্ধে প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য আত্মবিশ্বাস বাড়িয়েছিল বাংলাদেশ দলের। সেটা পরবর্তী সময়ে সাসেক্সের বিরুদ্ধেও কার্যকর হয়েছিল। আবারও দারুন ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে ১৩৪ রানের বিশাল জয় দিয়ে ইংল্যান্ডের ক্যাম্প শেষ করেছে। ৯ উইকেটে ৩১৪ রানের বড় সংগ্রহও পেয়েছিল। তবে এবার আয়ারল্যান্ডের মাটিতে আন্তর্জাতিক ম্যাচের লড়াই। ত্রিদেশীয় সিরিজে খেলতে হবে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সব ক্রিকেটার এখানে মিলিত হয়েছেন। পূর্ণশক্তির দলটি এখন একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলার সুযোগ পাবেন। পারিবারিক সমস্যায় সাসেক্স থেকে দেশে ফিরে এসেছিলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি। তিনিও এখন দলের সঙ্গে যোগ হয়েছেন। প্রস্তুতি ম্যাচটায় সুযোগ থাকবে তারও খেলার। কিন্তু ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই অনুপস্থিত থাকবেন তিনি। কারণ, আইসিসি থেকে এক ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ হয়েছে বাংলাদেশ অধিনায়কের ওপর। গত মার্চ-এপ্রিলে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে এ নিষেধাজ্ঞা পান তিনি। তিন ম্যাচে দলের বোলিংয়ের সময় সেøা ওভার রেটের কারণে মাশরাফিকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ কারণে আইরিশদের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাশরাফির সহকারী সাকিব দলকে নেতৃত্ব দেবেন। তবে পরের ম্যাচগুলো থেকেই আবার নেতৃত্বে ফিরবেন মাশরাফি। ত্রিদেশীয় সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য। বিশেষ করে আইসিসি র‌্যাঙ্কিংয়ের দিক থেকে বিবেচনা করলে মহা গুরুত্বপূর্ণ। এ মুহূর্তে আইসিসি র‌্যাঙ্কিংয়ের ৭ নম্বরে থাকলেও সেটা টিকিয়ে রাখার জন্য বেশ চ্যালেঞ্জের মুখেই আছেন মাশরাফিরা। ৮ নম্বরে থাকা পাকিস্তান ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে ৮৮ রেটিং নিয়ে। বাংলাদেশের রেটিং এ মুহূর্তে ৯১। আগামী ৩০ সেপ্টেম্বর সর্বশেষ যে র‌্যাঙ্কিং ঘোষণা করবে আইসিসি সেখানে সেরা আটের মধ্যে থাকতে না পারলে ২০১৯ বিশ্বকাপ সরাসরি খেলার সুযোগ পাওয়া থেকে বঞ্চিত হবে বাংলাদেশ। অবশ্য ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ বেশ পিছিয়ে ৭৯ রেটিং নিয়ে। তবে নিজেদের অবস্থান নিরাপদ রাখতে হলে ত্রিদেশীয় সিরিজে আইরিশদের বিরুদ্ধে একটি অযাচিত পরাজয় অনেক বড় প্রভাব ফেলবে। কারণ আয়ারল্যান্ড র‌্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকায় (১২) তাদের কাছে একটি হার অনেক বেশি রেটিং হারানোর কারণ হয়ে যাবে বাংলাদেশের জন্য। তবে চার নম্বরে থাকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে পারলে সুযোগ থাকবে রেটিং বাড়ানোর। এমনকি ৯৩ রেটিং নিয়ে ৬ নম্বরে থাকা শ্রীলঙ্কাকে হটিয়ে জায়গাটা দখলের দারুণ একটা সুযোগ। তাই ত্রিদেশীয় এ সিরিজটি দারুণ গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য।
×