ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাত ক্লাবের আপত্তির মুখে বিপাকে বাফুফে!

প্রকাশিত: ০৬:১৪, ১০ মে ২০১৭

সাত ক্লাবের আপত্তির মুখে বিপাকে বাফুফে!

স্পোর্টস রিপোর্টার ॥ এবারের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম এখনও শুরু আগামী ১৩ মে থেকে। তবে ফেডারেশন কাপ বাতিলও হতে পারে বা শুরুর তারিখ পেছাতেও পারে। এমন পরিস্থিতিরও উদ্ভব হয়েছে। এই আসর শুরুর আগেই প্রিমিয়ার লীগের সাত ক্লাব বাফুফেকে দিতে যাচ্ছে আল্টিমেটাম। ক্লাবগুলো হচ্ছে মোহামেডান, শেখ জামাল, শেখ রাসেল, আরামবাগ, মুক্তিযোদ্ধা, ব্রাদার্স ও সাইফ স্পোর্টিং ক্লাব। জানা গেছে আজ এই ক্লাবগুলো বাফুফেকে চিঠি দিয়ে তাদের পাওনা পরিশোদের জন্য সময় বেঁধে দেবে। গত লীগসহ আগের সব বকেয়া পরিশোধ করা, আসন্ন লীগে পার্টিসিপেশন মানি কত টাকা থাকবে তা পরিষ্কার করা, চ্যাম্পিয়ন রানার্সআপ দল প্রাইজমানি কত টাকা পাবে তা জানানোসহ আরও কিছু দাবিনামা বাফুফেতে চিঠির মাধ্যমে পেশ করবে ক্লাবগুলো। ক্লাবগুলোর আল্টিমেটাম দেয়ার ৭২ ঘণ্টার মধ্যে বাফুফে যদি সব পাওনা পরিশোধ না করে তাহলে এই সাত ক্লাব কঠোর পদক্ষেপ নিতে পারে বলে জানা গেছে, যদিও তারা ফেডারেশন কাপ বর্জন করবেÑ এখনও এমন কিছু জানায়নি। সালাম মুর্শেদী জানিয়েছেন এখন পর্যন্ত কোন ক্লাবের পক্ষ থেকে বাফুফেকে দেয়া এ ধরনের চিঠি তিনি পাননি। যার পৃষ্ঠপোষক ওয়ালটন। পাওয়ারড বাই প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে টুর্নামেন্টের গ্রুপিং ড্র, চুক্তি স্বাক্ষর এবং লোগো উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর এ্যান্ড হেড অব দি ডিপার্টমেন্ট (স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), কেএফসির অপারেশন ম্যানেজার শেখ জহির আহমেদ (দোলন), ট্রেজার সিকিউটিজ লিঃ-এর নির্বাহী (ট্রেডিং) একেএম নজরুল ইসলাম, বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বাফুফে সদস্য আমিরুল ইসলাম বাবু, ইলিয়াছ হোসেন, ইকবাল হোসেন প্রমুখ। ড্র অনুযায়ী অংশগ্রহণকারী পেশাদার লীগের ১২ দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়। আলাদাভাবে সবচেয়ে কঠিন গ্রুপে পড়েছে দেশের দুই ঐহিত্যবাহী দল এবং এই আসরের সর্বাধিক চ্যাম্পিয়ন (১০ বার) মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এবং ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। গ্রুপ ‘এ’তে আছে ঢাকা আবাহনী লিমিটেড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র এবং সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড; ‘বি’ গ্রুপে শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড, শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেড এবং ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব; গ্রুপ ‘সি’তে চট্টগ্রাম আবাহনী লিমিটেড, আরামবাগ ক্রীড়া সংঘ এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব; ‘ডি’ গ্রুপে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি এবং টিম বিজেএমসি।
×