ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধোনিকে অনৈতিক সুবিধা দেন শ্রীনি!

প্রকাশিত: ০৬:১৩, ১০ মে ২০১৭

ধোনিকে অনৈতিক সুবিধা দেন শ্রীনি!

স্পোর্টস রিপোর্টার ॥ সাবেক ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই) ও আইসিসি প্রধান এন শ্রীনিবাসন যে মহেন্দ্র সিং ধোনিকে পছন্দ করতেন সেটি সবারই জানা। তবে কেবল ক্রিকেটেই নয়, বিশ্বজয়ী অধিনায়ককে নিজের ব্যবসায়িক ক্ষেত্রে এমনকি অপকর্মেও ‘ডানহাত’ বানিয়েছিলেন তিনি। ভারতীয় ক্রিকেট থেকে বিতাড়িত আরেক প্রভাবশালী লোলিত মোদি এমন তথ্য ফাঁস করেছেন। শ্রীনির মালিকানাধীন প্রতিষ্ঠান ইন্ডিয়া সিমেন্টসের বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ধোনির নিয়োগপত্র টুইটারে প্রকাশ করেছেন তিনি। যা দেখলে প্রশ্ন ওঠে ধোনিকে এমনিতেই বসে বসেও টাকা আয়ের সুযোগ করে দিয়েছিলেন শ্রীনি। মোদির প্রকাশ করা নিয়োগপত্রটিতে দেখা যায়, ২০১২ সালের দিকে ইন্ডিয়া সিমেন্টসের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ধোনিকে নিয়োগ দেয়া হয়। এতে ধোনির মূল বেতন ৪৩ হাজার রুপি হলেও বিশেষ ভাতা হিসেবে তাকে আরও ৬০ হাজার রুপি দেয়ার কথা বলা হয়েছে। এর পাশাপাশি মহার্ঘ ভাতা হিসেবে ২১ হাজার ৯৭০ রুপি ও অতিরিক্ত আরও ২০ হাজার রুপি দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। এর সঙ্গে বাড়ি ভাড়া হিসেবে প্রস্তাব ছিল আরও ৮ হাজার রুপি। উল্লেখ্য, আইপিএলের শুরু থেকেই ধোনি শ্রীনিবাসনের মালিকানাধীন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছিলেন। ২০১৩ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে দুই মৌসুমের জন্য আইপিএল থেকে বহিষ্কৃত হয় এই ফ্র্যাঞ্চাইজিটি। ধোনি গত দুই বছর ধরে খেলছেন রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে। তবে দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী আইপিএলেই ফিরছে শ্রীনির চেন্নাই। গুঞ্জন আছে অধিনায়ক হয়েই পুরো ডেরায় ফিরতে যাচ্ছেন ধোনি। শ্রীনি ভারতীয় ক্রিকেটের অধিপতির পদ থেকেও নির্বাসিত হয়েছেন। তার জামাতা সরাসরি স্পট ফিক্সিং কেলেঙ্কারির সঙ্গে যুক্ত বলে অভিযোগ প্রমাণিত হয়েছে।
×