ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আয়ারল্যান্ডে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ আজ

প্রকাশিত: ০৬:১৩, ১০ মে ২০১৭

আয়ারল্যান্ডে বাংলাদেশের  প্রস্তুতি ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ আর মাত্র দুইদিন বাকি। শুক্রবার থেকেই আয়ারল্যান্ডে তিনজাতি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। এরআগে আজ আয়ারল্যান্ডের বেলফাস্টে আয়ারল্যান্ড ওলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তিনজাতি সিরিজ শুরু হবে শুক্রবার। এ সিরিজে বাংলাদেশসহ স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডও খেলবে। প্রতিটি দলের হবে মোট চারটি করে ম্যাচ। দুই প্রতিপক্ষ দলের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে দলগুলো। এরপর যে দল পয়েন্ট তালিকায় সবার ওপরে থাকবে তারাই সিরিজের চ্যাম্পিয়ন হয়ে যাবে। সিরিজে নেই কোন ফাইনাল ম্যাচ। এ সিরিজটি মূলত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামার আগে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রস্তুতিমূলক সিরিজ। এ সিরিজে খেলে নিজেদের ঝালিয়ে নেবে দুই দল। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়েই সিরিজ শুরু হবে। এরপর ১৯ মে আবার আয়ারল্যান্ডের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ। এরআগে ১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলে আবার ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লড়াই করবে বাংলাদেশ। এ সিরিজে অংশ নিতে এরই মধ্যে আয়ারল্যান্ডে আছে দলের ক্রিকেটাররা। সব ক্রিকেটারই প্রস্তুতি সেরে নিচ্ছে। প্রস্তুতিপর্ব ভালই কাটছে। আজ প্রস্তুতি ম্যাচে নামার অপেক্ষা। এই প্রস্তুতি ম্যাচটি শেষ হলে বৃহস্পতিবার একদিন প্রস্তুতি শেষেই তিনজাতি সিরিজে খেলতে নামবে মাশরাফিবাহিনী। যদিও আয়ারল্যান্ডের বিপক্ষে যে তিনজাতি সিরিজে নিজেদের প্রথম ম্যাচটি হবে সেই ম্যাচে খেলতে পারবেন না ওয়ানডের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কারণ তিনি সেøা ওভার রেটের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। যে নিষেধাজ্ঞা আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচেই কার্যকর হয়ে যাবে। এরপর থেকে ঠিকই ম্যাচ খেলতে পারবেন মাশরাফি। প্রথম ম্যাচটিতে তাই সহঅধিনায়ক সাকিব আল হাসানই অধিনায়কের দায়িত্ব পালন করবেন। তবে আজকের প্রস্তুতি ম্যাচটিতে ঠিকই খেলতে পারবেন মাশরাফি। এ ম্যাচটিতে মাশরাফি খেলবেনও। কারণ সাসেক্সে প্রস্তুতি ক্যাম্পে যে ঠিকমতো থাকতে পারেননি। এমনকি দুটি প্রস্তুতি ম্যাচেও খেলতে পারেননি। বাংলাদেশ দল সাসেক্সের প্রস্তুতি ক্যাম্প দারুণভাবে কাটিয়েছে। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আরেকটি ম্যাচে সহজেই বড় ব্যবধানে জিতে বাংলাদেশ। তবে দুটি ম্যাচেই ব্যাটসম্যানরা দারুণ নৈপুণ্য দেখান। যা আশার আলো ভালভাবেই জ্বালিয়ে রাখছে। বাংলাদেশ দল সাসেক্সের উদ্দেশে দেশ ছেড়েছিল ২৬ এপ্রিল। সাসেক্সে গিয়ে ২৮ এপ্রিল থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করে। সেই ক্যাম্প গত শুক্রবার শেষ হয়েছে। ক্যাম্পটা দুর্দান্তভাবেই শেষ করেছে বাংলাদেশ দল। সাসেক্সের বিপক্ষে ১৩৪ রানের বড় জয় দিয়েই ক্যাম্প শেষ করেছে। ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশেই সাসেক্সে ক্যাম্প করতে যায় মাশরাফিবাহিনী। ৯দিন সাসেক্সেই প্রস্তুতি ক্যাম্প করেন ক্রিকেটাররা। বাংলাদেশ দল এবারের ইংল্যান্ড সফরকে তিন ভাগে ভাগ করে নিয়েছে। প্রথম ভাগে সাসেক্সে ৯দিনের প্রস্তুতি ক্যাম্প হয়েছে। দ্বিতীয় ভাগে আয়ারল্যান্ডে তিনজাতি ওয়ানডে সিরিজ খেলবে। শেষভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে। শুক্রবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে প্রথম ভাগ শেষ হয়েছে। প্রথমভাগে শুরুতে তিনদিন প্রস্তুতি শেষে ডিউক অব নরফোকের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। ম্যাচটি যদিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। তবে বাংলাদেশ দলের ব্যাটিং প্রস্তুতিটা দুর্দান্ত হয়েছে। ম্যাচটি শেষে আবার তিনদিন প্রস্তুতি সেরে নিয়ে সাসেক্সের বিপক্ষে প্রস্তুতি ক্যাম্পের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি খেলতে নামেন মুশফিকরা। এ ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অসাধারণ নৈপুণ্য দেখায় দল। অনায়াসেই তিন শ’ রান অতিক্রম করে ফেলে মুশফিকবাহিনী। স্ত্রী অসুস্থ থাকাতে ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দেশে ফেরেন। গত রবিবার ইংল্যান্ড হয়ে আয়ারল্যান্ড যান। তার পরিবর্তে প্রস্তুতি ম্যাচগুলোতে নেতৃত্ব দেন মুশফিক। আবার ওপেনার তামিম ইকবাল সামান্য ইনজুরিতে থাকায় প্রস্তুতি ম্যাচগুলোতে খেলেননি। সাকিব ও মুস্তাফিজও আইপিএলে থাকায় খেলতে পারেননি। এরপরও দল দুর্দান্ত ব্যাটিং-বোলিং নৈপুণ্য দেখিয়েছে। প্রথম ভাগ শেষ। এবার বাংলাদেশের সামনে দ্বিতীয় ভাগের মিশন শুরু করার পালা। সাসেক্স থেকে আয়ারল্যান্ডে গিয়ে দুইদিন প্রস্তুতিও সেরে নিয়েছে বাংলাদেশ দল। আজ প্রস্তুতি ম্যাচে নামবে দল। এরপর তিনজাতি সিরিজে খেলতে নামবে। সিরিজ শেষ হতেই তৃতীয় ও শেষ ভাগের মিশনের পালা শুরু হয়ে যাবে। তিনজাতি সিরিজ শেষে ২৫ মে ইংল্যান্ডে রওনা হবে বাংলাদেশ দল। সেখানে গিয়ে প্রথমে ২৭ মে পাকিস্তানের বিপক্ষে ও ৩০ মে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ দল। ৫ জুন অস্ট্রেলিয়া এবং ৯ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। লীগ পর্বে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যই দীর্ঘদিন আগে ইংল্যান্ড সফরে গেছে দল। প্রস্তুতিটা ভালভাবে সেরে নিতে তিনজাতি সিরিজও খেলবে দল। সেই সিরিজে খেলতে প্রস্তুত হচ্ছে। আয়ারল্যান্ডে গিয়ে ব্যাট-বলের অনুশীলনও পুরোদমে চালিয়ে যাচ্ছে। আজ সেই প্রস্তুতির ধাপের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
×