ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জামিন পেলেন কুসিক মেয়র সাক্কু ॥ কাল শপথ

প্রকাশিত: ০৬:১২, ১০ মে ২০১৭

জামিন পেলেন কুসিক মেয়র সাক্কু ॥ কাল শপথ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৯ মে ॥ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের দায়েরকৃত মামলায় আদালতে হাজির হয়ে জামিন লাভ করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু। মঙ্গলবার সকালে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর বিশেষ জজ আদালতের জ্যেষ্ঠ ভারপ্রাপ্ত বিচারক জাহিদুল কবির আগামী ২৪ মে এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন রেখে ওইদিন পর্যন্ত সাক্কুর জামিন মঞ্জুর করেন। এপিপি তাপস কুমার পাল এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে শপথ নিতে বৃহস্পতিবার সকাল ১০টায় সাক্কু গণভবনে যাচ্ছেন বলে জানা গেছে। গত ৩০ মার্চ কুসিকের নির্বাচনে সাক্কু মেয়র নির্বাচিত হন সাক্কু। কিন্তু ১৯ দিনের মাথায় গত ১৮ এপ্রিল তার বিরুদ্ধে ওই গ্রেফতারী পরোয়ানা জারি করার কারণে বিলম্বিত হয় তার শপথ অনুষ্ঠান। জানা যায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপন করার অভিযোগে ২০০৮ সালের ৭ জানুয়ারি ঢাকার রমনা থানায় দুদকের সহকারী পরিচালক শাহিন আরা মমতাজ বাদী হয়ে কুমিল্লা পৌরসভার তৎকালীন মেয়র মনিরুল হক সাক্কু ও তার স্ত্রী আফরোজা জেসমিন টিকলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ আট বছর তদন্ত শেষে ৪ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৯৩৩ টাকার জ্ঞাত আয়বহির্ভুত অবৈধ সম্পদ অর্জন ও ১ কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে গত বছরের ৪ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক নুরুল হুদা আদালতে অভিযোগপত্র জমা দেন। তবে এ মামলার দায় থেকে সাক্কুর স্ত্রীকে অব্যাহতি দেয়া হয়। গত ১৮ এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা চার্জশীট আমলে নিয়ে সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। দিনাজপুরে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮ স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ সদর উপজেলার গোপালগঞ্জ যমুনা অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। এখনও গুরুতর ৫ আহত শ্রমিক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায়, বয়লার বিস্ফোরণ ঘটনায় গত ১৯ এপ্রিল থেকে এ পর্যন্ত ১৮ জন শ্রমিকের মৃত্যু ঘটেছে। সর্বশেষ সোমবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন শ্রমিক সুমন (২৮) মারা যায়। সে দিনাজপুর সদর উপজেলার শেখহাটি গ্রামের বাসিন্দা। এর আগে বিভিন্ন সময়ে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জনের মৃত্যু হয়। বাউবির পরীক্ষার তারিখ পরিবর্তন স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিবিএ প্রোগ্রামের ১৬১ টার্ম এর ১ম, ৩য়, ৫ম, ৭ম লেভেলের ও কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ/এমপিএ (সিম্বা/সিম্পা) ১৫২ টার্ম এর ১ম, ৩য় লেভেলের ১২ মে তারিখের পরীক্ষাসমূহের সময়সূচী পরিবর্তিত হয়েছে। নতুন সময়সূচী অনুযায়ী এ পরীক্ষা আগামী ২৬ মে একই সময়ে একই স্থানে অনুষ্ঠিত হবে। এছাড়াও সিএলপি প্রোগ্রামের ১৭১ টার্মের ১২ মে তারিখের পরীক্ষাটি ২১ জুলাই অনুষ্ঠিত হবে। উল্লেখ্য এ পরীক্ষা পবিত্র শব-ই-বরাতের ছুটি থাকায় পরিবর্তন করা হয়েছে বলে বাউবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দুই লক্ষাধিক টাকা ঘুষ তিন দিনের মধ্যে ব্যাখ্যার নির্দেশ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক অসীম কুমার দে-কে উখিয়া সহকারী জজ আদালতে বদলি করার পরবর্তী আরও একটি অফিসিয়াল পত্র ইস্যু করেছেন জেলা ও দায়রা জজ। খবরের কাগজে তার বিরুদ্ধে কেন সংবাদ প্রকাশ হয়েছে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। এক অফিস আদেশে কক্সবাজার জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম তিন দিনের মধ্যে বিস্তারিত জানাতে সোমবার পত্র ইস্যু করেছেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত বুধবার দৈনিক জনকণ্ঠে ‘ঘুষের দুই লক্ষাধিক টাকা ফেরত’ প্রধান বিচারপতির কাছে অভিযোগ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এরপর এক অফিস আদেশের মাধ্যমে সিনিয়র সহকারী জজ অসীম কুমার দে-কে উখিয়া সহকারী জজ আদালতে বদলি করেন। শিমুলিয়া ফেরিঘাটে ১৫ লাখ টাকার চিংড়ি রেণু জব্দ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট থেকে গলদা চিংড়ির রেণু জব্দ করেছে মাওয়া কোস্টগার্ড। সোমবার রাতে দুটি যাত্রীবাহী পরিবহনে অভিযান চালিয়ে ১৫ লাখ টাকার ২ লাখ ৯০ হাজার পিস গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড মাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কন্টিনজেন্ট কমান্ডার খালেকুল ইসলাম পিও(আর) জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত শিমুলিয়া ফেরিঘাটে অভিযান চালিয়ে দক্ষিণবঙ্গগামী বেপারি পরিবহন ও এসপি পরিবহনের দুটি বাস থেকে ২লাখ ৯০ হাজার পিস গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়। এসব চিংড়ির রেণু ২১ টি প্লাস্টিকের ড্রাম ও ৮ টি পাতিলে প্রতিটিতে ১০ হাজার পিএল (পোস্ট লার্ভা) করে সর্বমোট ২ লাখ ৯০ পিস রেণু ছিল। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। শ্রীনগরে লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে এক সেলুন মালিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার রাঢ়িখাল স্যার জগদীশ চন্দ্র বসু কমপ্লেক্সের বাগানের একটি আমগাছ থেকে সেলুন মালিক হানিফের (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, লাশটি চিকন একটি নাইলনের রশি দিয়ে ঝোলানো ছিল। গাজীপুরে র‌্যাবের অক্সিডাইজেশন প্লান্টে অগ্নিকা- স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে র‌্যাব-১-এর ট্রেনিং স্কুলের অক্সিডাইজেশন প্লান্টে মঙ্গলবার অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের পোড়াবাড়ি এলাকাস্থিত র‌্যাব ট্রেনিং স্কুল সেন্টারের চত্বরে থাকা অক্সিডাইজেশন প্লান্টে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অগ্নিকা-ের ঘটনা ঘটে। রাসায়নিক পদার্থটি বেশ দাহ্য হওয়ায় আগুন দ্রুত নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। পাহাড়তলীতে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার এ অভিযান পরিচালনা করে। চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, অভিযানে নগরীর পাহাড়তলী থানার অলঙ্কার মোড়সংলগ্ন ডিটি রোডের বন্দরগাঁও ফিলিং স্টেশন থেকে নোয়াপাড়ার গলিরমুখ পর্যন্ত রাস্তা, ফুটপাথ ও পার্শ্ববর্তী খালের ওপর অবৈধভাবে নির্মিত স্ল্যাব, দোকান ও দোকানের শেডসহ বিভিন্ন ধরনের ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ইউজিসিতে কর্মশালা ‘ডিজিটাল লাইব্রেরি ইউজার ট্রেইনিং’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা মঙ্গলবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। টেইলর এ্যান্ড ফ্র্যান্সিস গ্রুপের সহায়তায় মঞ্জুরি কমিশন কর্মশালাটির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। ইউজিসি সদস্য প্রফেসর ড. মোঃ আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, সদস্য, ইউজিসি, ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত, এনডিসি, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব), উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প ও মাহমুদুল ইসলাম, যুগ্ম সচিব, শিক্ষা মন্ত্রণালয়। খন্দকার হামিদুর রহমান, পরিচালক, আইএমসিটি বিভাগ, ইউজিসি, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। Ñবিজ্ঞপ্তি ফলবিষয়ক প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৯ মে ॥ কৃষি গবেষণা উপকেন্দ্র আয়োজিত ‘মৌসুমি ফলের বহুবিধ এবং বিকল্প ব্যবহার’ বিষয়ে দুই ধাপে চার দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স মঙ্গলবার কেন্দ্রের প্রশিক্ষণকক্ষে শুরু হয়েছে। কৃষি গবেষণা উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. একেএম খোরশেদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল এবং বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কেএম মাউদুদুল ইসলাম এবং বিশিষ্ট বিজ্ঞানী ও প্রধান প্রশিক্ষক ড. মোঃ মিয়ার উদ্দীন। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের কৃতী শিক্ষার্থীদের মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে অনুষ্ঠিত সভায় উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সুব্রত কুমার দাসের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. এসএম ইমামুল হক। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহবুব হাসান। শেষে উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের কৃতী শিক্ষার্থীসহ আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বাজার সষ্টিকারী) বিধিমালা, ২০১৭ এবং বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ক্লিয়ারিং এ্যান্ড সেটলমেন্ট) বিধিমালা, ২০১৭ এর কিছু পরিমার্জন এবং সংশোধন সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। শীঘ্রই বিধিমালাটি গেজেট আকারে প্রকাশ করা হবে। Ñঅর্থনৈতিক রিপোর্টার সিটি ব্যাংক উদ্যোক্তা শেয়ার বিক্রি সম্পন্ন পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা হোসনে আরা আজিজ পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। তিনি ঘোষণা অনুযায়ী ১ লাখ শেয়ার বিক্রি করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, হোসনে আরা আজিজের কাছে থাকা কোম্পানির মোট ২১ লাখ ২৪ হাজার ৭৮০টি শেয়ারের মধ্য থেকে তিনি ১ লাখ শেয়ার বিক্রি করেছেন। উল্লেখ্য, এই উদ্যোক্তা পরিচালক ঘোষণার ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি করেছেন। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×