ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্লগার অনন্ত হত্যা মামলার চার্জ গঠন ২৩ মে

প্রকাশিত: ০৬:১২, ১০ মে ২০১৭

ব্লগার অনন্ত হত্যা  মামলার চার্জ গঠন ২৩ মে

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বিজ্ঞান লেখক ও গণজাগরণ মঞ্চের সংগঠক অনন্ত বিজয় দাশ হত্যা মামলার চার্জশীট আদালতে গৃহীত হয়েছে। আদালত আগামী ২৩ মে চার্জ গঠনের তারিখ ধার্য করেছে। চার্জশীটভুক্ত ৬ আসামি হচ্ছেন আবুল হোসেন, ফয়সাল আহমদ, মামুনুর রশীদ, মান্নান ইয়াইয়া ওরফে মান্নান রাহী ওরফে এবি মান্নান ইয়াইয়া ওরফে ইবনে মঈন, আবুল খায়ের রশীদ আহমদ ও সাফিউর রহমান ফারাবী ওরফে ফারাবী সাফিউর রহমান। অভিযুক্ত ছয়জনের মধ্যে আবুল, ফয়সাল ও হারুন পলাতক। ৩ জন কারাগারে আছেন। আগের চার্জশীটে ৫ জনকে আসামি করা হলেও সম্পূরক অভিযোগপত্রে নতুন করে যুক্ত করা হয়েছে উগ্রপন্থী ব্লগার সাফিউর রহমান ফারাবীর নাম। আর চার্জশীট থেকে অব্যাহতি দেয়া হয়েছে ফটো সাংবাদিক ইদ্রিসসহ ১০ জনকে। গত বছরের ২৮ আগস্ট ৩০২ ও ৩০ ধারায় পাঁচজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল। ২০১৫ সালের ১২ মে সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়ে সিলেট নগরীর সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকায় নিজ বাসার অদূরে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে অনন্ত বিজয় দাশকে।
×