ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে নিহত দুই জঙ্গীর লাশ নেয়নি স্বজনরা

প্রকাশিত: ০৬:১১, ১০ মে ২০১৭

ঝিনাইদহে নিহত দুই জঙ্গীর লাশ নেয়নি স্বজনরা

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৯ মে ॥ ঝিনাইদহ সদরের লেবুতলা ও মহেশপুরের বজরাপুর গ্রামে দুটি জঙ্গী আস্তানায় অভিযানের ঘটনায় মামলা হয়েছে। সোমবার রাতে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০/৩৫ জনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে পুলিশের পক্ষ থেকে সদর থানায় ও মহেশপুর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেফতার ৩ জনকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানান, রবিবার মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের হটাৎপাড়া ও সোমবার সদর উপজেলার লেবুতলা গ্রামের জঙ্গী আস্তানায় অভিযান চালায় পুলিশ। মহেশপুরে নিহত হয় আব্দুল্লাহ ও তুহীন নামে দুই জঙ্গী। এ আস্তানা থেকে গ্রেফতার করা হয় বাড়ির মালিক জহুরুল ইসলাম ও তার ছেলে জসিম উদ্দিনকে। এদিকে সদর উপজেলার লেবুতলা গ্রামের জঙ্গী আস্তানা থেকে গ্রেফতার করা হয় নব্য জেএমবির সদস্য শামীমকে। গ্রেফতারদের মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে নিহত দুই জঙ্গী আব্দুল্লাহ ও তুহীনের লাশের সোমবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করতে গেলে তারা কেউই এ দুই জঙ্গীর মৃতদেহ গ্রহণ করেননি। পরে রাতে আঞ্জুমান মুফিদুল লাশ দুটি দাফন করে বলে মহেশপুর থানার এসআই খবির উদ্দিন জানান।
×