ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তদন্ত দলের সভায় বক্তারা

‘জমি যার বাঁধ তার’-এই নীতি প্রণয়ন দাবি

প্রকাশিত: ০৬:১১, ১০ মে ২০১৭

  ‘জমি যার বাঁধ  তার’-এই নীতি  প্রণয়ন দাবি

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ৯ মে ॥ বোরো ফসল রক্ষাবাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঠিকাদারদের বিরুদ্ধে অনেক বাঁধের কাজ না করার অভিযোগ এনে বাঁধ নির্মাণে ঠিকাদারি প্রথা বাতিল ও পিআইসির কমিটি গঠনে নতুন নীতিমালা প্রণয়ণ করে, ‘জমি যার বাঁধ তার’ এই নীতি প্রণয়ন করার দাবি জানানো হয়েছে। বক্তারা বলেছেন,ঠিকাদার দিয়ে কাজ করতে হলে বাঁধের কাজ চলার সময় মনিটরিংয়ে সেনাবাহিনীকে যুক্ত করতে হবে এবং পিআইসির ক্ষেত্রে নতুন নীতিমালা প্রণয়ন করতে হবে। হাওড়ে যার জমি আছে, প্রকৃত কৃষক যারা, তাদের দিয়েই পিআইসি গঠন করতে হবে। ‘হাওড় রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কাজে অনিয়ম-দুর্নীতি ও ধীরগতি এবং ভবিষ্যত করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এই দাবি জানান সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা। বক্তারা বলেন, কৃষকদের বাঁধ রক্ষার দায়িত্ব দিলে তারা নিজের ফসল রক্ষায় আপ্রাণ চেষ্টা করবেন। বাঁধের কাজ অন্য কাউকে দিয়ে হবে না। বাঁধ নির্মাণ নিয়ে বার বার দুর্নীতি হলেও কারো বিচার হয় না। মঙ্গলবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা মিলনায়তনে বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ যাচাই ও ভবিষ্যত করণীয় নির্ধারণে পানি সম্পদ মন্ত্রণালয়ের তদন্ত দলের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলী খান এনডিসি, যুগ্মসচিব খলিলুর রহমান, যুগ্ম প্রধান মন্টু কুমার বিশ্বাস এবং পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী তোফায়েল আহমদ, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানাসহ স্থানীয় কৃষক ও কৃষাণীরা। এর আগে সোমবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহরের বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করেন তদন্ত দলের সদস্যরা।
×