ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে আওয়ামী লীগ নেতার মৃত্যু নিয়ে ধূম্রজাল

প্রকাশিত: ০৬:১১, ১০ মে ২০১৭

কক্সবাজারে আওয়ামী  লীগ নেতার মৃত্যু নিয়ে ধূম্রজাল

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রোহিঙ্গা অনুপ্রবেশ, হোটেল কক্ষে আওয়ামী লীগ নেতার রহস্যজনক মৃত্যু, সদর ইউনিয়নের নির্বাচন স্থগিত, জঙ্গী তৎপরতাসহ নানা বিষয় নিয়ে এখন অশান্ত হয়ে উঠেছে কক্সবাজারের পার্শ্ববর্তী পার্বত্য নাইক্ষ্যংছড়ি এলাকা। আরাকান বিদ্রোহী গ্রুপ-আরএসও’র রোহিঙ্গা সন্ত্রাসীদের কারণে অতিষ্ঠ ও অনিরাপদ সাধারণ মানুষ। গত ৩০ এপ্রিল কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে আওয়ামী লীগ নেতা ডাঃ ইসমাইলের ঝুলন্ত লাশ উদ্ধারের পর থেকে অভিযোগের তীর উঠে শফিউল্লাহর দিকে। কারণ, মৃত্যুর কয়েক ঘণ্টা পূর্বে বিভিন্নভাবে বিতর্কিত শফিউল্লাহর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস দেন ইসমাইল। পরিবারেরও দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশও ইসমাইলের মৃত্যুকে অপমৃত্যু নাকি হত্যাকা- নিশ্চিত বলতে পারছে না। কক্সবাজার ও নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদ্বয় বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছি। ময়নাতদন্ত প্রতিবেদন পেতে কয়েকদিন সময় লাগবে। এর পর বলা যাবে মৃত্যুর আসল রহস্য কি। মৃত্যুর আগে শফিউল্লাহকে দায়ী করে ইসমাইলের ফেসবুক স্ট্যাটাস ও পরিবারের অভিযোগসহ সব বিষয় খতিয়ে দেখে পুলিশও প্রাথমিকভাবে সন্দেহ করছে শফিউল্লাহকে। এজন্য তার ওপর পুলিশের কড়া নজরদারিও রয়েছে বলে জানা গেছে।
×