ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইস্টার্ন রিফাইনারিতে স্বজনপ্রীতির মাধ্যমে লোক নিয়োগের অভিযোগ

প্রকাশিত: ০৬:১০, ১০ মে ২০১৭

ইস্টার্ন রিফাইনারিতে স্বজনপ্রীতির মাধ্যমে লোক নিয়োগের অভিযোগ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দেশের একমাত্র জ্বালানি শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) দীর্ঘদিনের ক্যাজুয়েল কর্মীদের বাদ দিয়ে বেআইনীভাবে লোক নিয়োগের অভিযোগ উঠেছে। মঙ্গলবার ইআরএল নিযুক্ত ঠিকাদার দিনমজুর ইউনিয়নের ব্যানারে আয়োজিত এক শ্রমিক সমাবেশে নেতৃবৃন্দ এ অভিযোগ করে বলেন, নতুন করে লোক নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি এবং অনিয়ম হচ্ছে। ক্যাজুয়েল শ্রমিকদের স্থায়ী না করলে বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে বলে সতর্ক করে দেন সংগঠনের নেতারা। নিযুক্ত ঠিকাদার দিনমজুর ইউনিয়ন সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে এ শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি এয়াকুব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী, পতেঙ্গা হালিশহর শ্রমিক লীগের সভাপতি ইউনুছ, সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ। কলেজ বাসে হামলায় সড়ক অবরোধ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী কলেজ বাসের চালক ও হেলপারসহ পাঁচজনকে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা। পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে নগরীর পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহী কলেজের শিক্ষার্থীরা জানায়, বেলপুকুর থেকে শিক্ষার্থী নিয়ে কলেজে আসছিল বাসটি। তালাইমারী পার হয়ে পঞ্চবটি এলাকায় পৌঁছলে স্থানীয় কয়েক যুবক সড়ক অবরোধ করে দাঁড়ায়। এ সময় বাসের হেলপার তাদের রাস্তা থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করলে উল্টো তারা বাসের হেলপারকে গালিগালাজ শুরু করে। এতে হেলপারও পাল্টা গালিগালাজ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ডুয়েটের ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো তিন শিফটে স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি.আর্ক প্রোগ্রামের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো তিন শিফটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার প্রতিটি আসনের জন্য গড়ে প্রায় ১৫ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। আগামী ২১ মে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষার প্রথম শিফটে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে পুরকৌশল বিভাগ, ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা; দ্বিতীয় শিফটে দুপুর সাড়ে ১২টা হতে আড়াইটা পর্যন্ত চলবে যন্ত্রকৌশল বিভাগ ও কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা এবং তৃতীয় শিফটে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও স্থাপত্য বিভাগের পরীক্ষা। ভর্তিবিষয়ক যে কোন তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িফঁবঃনফ.পড়স/ধফসরংংরড়হ-২০১৭ পাওয়া যাবে। শিশু হত্যাকারীদের শাস্তি দাবি নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৯ মে ॥ গুরুদাসপুরে আড়াই বছরের শিশু দৃষ্টি ঘোষ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের শাস্তি দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে উপজেলার চাঁচকৈড় বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা । উল্লেখ্য, গত ৫ মে চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় দৃষ্টি ঘোষ হারিয়ে যায়। ইস্টার্ন ভার্সিটির শিক্ষার্থীদের চীন সফর ইস্টার্ন ইউনিভার্সিটির ১৩ সদস্যের একটি দল ১১ দিনের জন্য চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। ইউনান ওপেন ইউনিভার্সিটির সঙ্গে ইস্টার্ন ইউনিভার্সিটির সমঝোতা স্মারকের অধীনে প্রতি বছরই শিক্ষার্থীরা এ ধরনের একটি শিক্ষা সফরের সুযোগ পেয়ে থাকে। এ বছর ৮ থেকে ১৮ মে পর্যন্ত এই দলটি চীনে অবস্থান করবে। অবস্থানকালে তারা সৌন্দর্যম-িত নানা স্থান পরিদর্শন করবেন। -বিজ্ঞপ্তি। ড. মশিউর রহমান এনইউয়ের নয়া প্রো-উপাচার্য ঢাকা বিশ^বিদ্যালয়ের সমাজবিজ্ঞানের প্রফেসর ড. মশিউর রহমানকে রাষ্ট্রপতি ও বিশ^বিদ্যালয়সমূহের চ্যান্সেলর রবিবার ৪ বছরের জন্য জাতীয় বিশ^বিদ্যালয়ের এনইউয়ের প্রো-উপাচার্য নিযুক্ত করেছেন। ড. মশিউর রহমান এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া ছাড়াও ঢাকা বিশ^বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বিএসএস (সম্মান) ও এমএসএস উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে ২০১১ সালে সুইডেনের লুন্ড বিশ^বিদ্যালয় থেকে পার্বত্য চট্টগ্রামের নৃ-জনগোষ্ঠীর ওপর পিএইচডি ডিগ্রী অর্জন করেন। একই বিশ^বিদ্যালয়ে ২০১৫ সালে তিনি পোস্ট-ডক্টরাল গবেষণা করেন। চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগ থেকে তাঁর শিক্ষকতা শুরু। তাঁর পিতা একজন মুক্তিযোদ্ধা।-বিজ্ঞপ্তি। নর্দান ভার্সিটিতে সেমিনার সোমবার নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ও ট্রাফিক উত্তর বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে ‘ট্রাফিক সচেতনতা’ বিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয়। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায়। আরও উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রেজারার আনোয়ার হোসাইন, রেজিস্ট্রার রাশিদুল ইসলাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজমুল আলম ও ট্রাফিক গুলশান বিভাগের এসি জুনায়েদ আলম সরকার।-বিজ্ঞপ্তি।
×