ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাসিকের কাউন্সিলরের বিরুদ্ধে গাছ কেটে নেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৬:০৯, ১০ মে ২০১৭

রাসিকের কাউন্সিলরের  বিরুদ্ধে গাছ কেটে  নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ডাঁশমাড়ি এলাকার খুজাপুর কবরস্থানের লক্ষাধিক টাকা মূল্যের পাঁচটি গাছ কেটে নিয়েছে স্থানীয় কাউন্সিলর। বিনা টেন্ডারে মঙ্গলবার সকাল থেকে চারজন শ্রমিক গাছগুলো কেটে নিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, প্রায় লক্ষাধিক টাকার গাছ কোন টেন্ডার ছাড়াই ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাজাহান আলীর নির্দেশে কেটে নেয়া হয়। গাছ কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, বড় আকারের গাছগুলোর মধ্যে দুটি ঝড়ে হেলে গিয়েছিল। পাঁচটি গাছের দাম এক লাখ টাকার বেশি হতে পারে। তবে দুটি গাছ মাত্র পাঁচ হাজার টাকায় বিক্রি করে দেয়া হয়েছে। কক্সবাজার স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, প্রাইমারী টিচার ট্রেনিং ইনস্টিটিউটের ভেতরে মহেগনি এবং আকাশমনিসহ অসংখ্য গাছ কেটে সাবাড় করে ফেলা হয়েছে। কার্যালয়ের ভেতরে বেশ কিছু অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ করার অযুহাতে বহু পুরানো গাছগুলো কেটে ফেলেছে বর্তমান সুপার। কক্সবাজার পিটিআইএর বেশ কয়েকজন কর্মকর্তা বলেন, সম্প্রতি পিটিআইএর ভেতরে কিছু উন্নয়ন কর্মকা- হাতে নেয়া হয়েছে। এলজিইডি এসব প্রকল্প বাস্তবায়ন করছে। মূলত ভেতরে অ্যভন্তরীণ রাস্তা করার কথা বলে বর্তমান সুপার কামরুন্নাহার ৩০ বছরের পুরানো অন্তত ২৫টি বড় আকারের মেহগনি এবং আকাশমনি গাছ কেটে ফেলে বিক্রি করে দিয়েছে। নামমাত্র কিছু টাকা সরকারী খাতে জমা দেখিয়েছে। পিটিআই সুপার কামরুন্নাহার বলেন, ভেতরে এলজিইডি কর্তৃক বেশ কিছু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তাই গাছ কাটাতে হয়েছে। তবে গাছ কাটতে কোন কমিটি বা কোন টেন্ডার দেয়া হয়নি। সদর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা হারুন উর রশিদ বলেন, পিটিআইতে গাছ কাটার বিষয়ে আমি জানি না। আমাদের কোন অনুমতি নেয়া হয়নি।
×