ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞার সঙ্গে পাল্লা দিয়ে পণ্য উৎপাদন বাড়াচ্ছে উত্তর কোরিয়া

প্রকাশিত: ০৬:০২, ১০ মে ২০১৭

নিষেধাজ্ঞার সঙ্গে পাল্লা দিয়ে পণ্য উৎপাদন  বাড়াচ্ছে উত্তর কোরিয়া

একের পর এক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক বোমা পরীক্ষা চালানোয় উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটের নিষেধাজ্ঞার মাত্রা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। তবে এ নিষেধাজ্ঞায় কাবু না হয়ে পাল্লা দিয়ে দেশীয় পণ্য উৎপাদনের মাত্রা বৃদ্ধি করেছে দেশটি। রয়টার্স সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর ইয়াহু নিউজের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি উত্তর কোরিয়ার ওপর কঠিন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র চীনকেও দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন তিনি। চীন ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে ইতোমধ্যে উত্তর কোরিয়াকে তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে সরে আসতে বলেছে। তবে উত্তর কোরিয়া তাদের মিত্রকে পাল্টা হুমকি দিয়ে এ ব্যাপারে নাক না গলানোর পরামর্শ দিয়েছে। উত্তর কোরিয়ার বাজারের অধিকাংশ পণ্যই চীনের তৈরি। সম্প্রতি দেশটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যবসায়ী ও সাংবাদিকদের একটি ছোট দলকে পিয়ংইয়ং সফরের সুযোগ দিয়েছিল দেশটির সরকার। ব্যবসায়ীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গাজর ফ্লেভারের টুথপেস্ট থেকে শুরু করে চারকলের ফেসমাস্ক ও মোটরসাইকেল সবই নিজেরা উৎপাদন করছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ২০১১ সালে ক্ষমতা গ্রহণের পর দেশীয় পণ্যের উৎপাদনের ওপর জোর দেন। এর আগে দেশটি চীনের পণ্যের ওপর বহুলাংশে নির্ভরশীল ছিল।
×