ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৩০ বছর পর ...

প্রকাশিত: ০৬:০২, ১০ মে ২০১৭

৩০ বছর পর ...

আয়ারল্যান্ডের এ্যাকিল দ্বীপের সমুদ্রতট ৩০ বছর আগে সমুদ্রের নিচে চলে যায়। ৩০ বছর পর আবার সেই সমুদ্রতটের উদয় হলো। আয়ারল্যান্ডের পশ্চিম তটের এ বিচ চলে গিয়েছিল সমুদ্রের অতলে। এ্যাকিল দ্বীপে ছোট্ট গ্রাম দুয়াগের কাছেই তিন শ’ মিটার লম্বা এ সমুদ্রতট ১৯৮৪ সালের এক ভয়াবহ ঝড়ের পর সমুদ্রে ডুবে যায়। তবে গত মাসের বসন্তের এক উত্তাল ঢেউয়ের তোড়ে আবার আটলান্টিক সাগরের গভীর থেকে উঠে আসে সমুদ্রতটটি। আইরিশ টাইমস সংবাদপত্রকে দেয়া একটি সাক্ষাতকারে এ্যাকিল ট্যুরিজিম দফতরের এক কর্মকর্তা শন মলি জানিয়েছেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্র্ণ ঘটনা। এ বিচেই এক সময়ে চারটি বড় হোটেল ও বেশকিছু গেস্ট হাউজ ছিল। ইতোমধ্যে এ্যাকিলে পাঁচটি ব্লুু-ফ্ল্যাগ বিচ আছে। আশা করছি এ বিচকে ষষ্ঠ ব্লু-ফ্ল্যাগ বিচের নামকরণ করা হবে। -সিএনএন
×