ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধর্ম অবমাননার দায়ে জাকার্তার গবর্নরের কারাদণ্ড

প্রকাশিত: ০৬:০২, ১০ মে ২০১৭

ধর্ম অবমাননার দায়ে জাকার্তার গবর্নরের কারাদণ্ড

ধর্মাবমাননা ও সহিংসতা উস্কে দেয়ার অপরাধে দোষী সাব্যস্ত জাকার্তার বিদায়ী গবর্নরকে দুই বছরের কারাদ দেয়া হয়েছে। আহোক নামে পরিচিত দ প্রাপ্ত বাসুকি টিজাহাজা পুরনামা ইন্দোনেশিয়ার রাজধানীর প্রথম চীনা বংশোদ্ভূত খ্রিস্টান গবর্নর ছিলেন। খবর বিবিসির। নির্বাচনী এক প্রচারণায় কোরানের একটি আয়াত উল্লেখের মাধ্যমে ইসলাম ধর্মের অবমাননা করায় দোষী সাব্যস্ত হন তিনি। অভিযোগ অস্বীকার করে আদালতের আদেশের বিরুদ্ধে আপীল করবেন বলে জানিয়েছেন পুরনামা। বিশ্বব্যাপী আলোচিত ইন্দোনেশিয়ার একই মামলাটিকে দেশটির ধর্মীয় সহিঞ্চুতার একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
×