ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বোয়িং ও এয়ারবাসকে টেক্কা দেবে চীনের ‘কোম্যাক’

প্রকাশিত: ০৬:০১, ১০ মে ২০১৭

বোয়িং ও এয়ারবাসকে টেক্কা দেবে চীনের ‘কোম্যাক’

দীর্ঘ প্রতীক্ষার পর চীনের স্বদেশী বিমান সি-৯১৯ যাত্রীবাহী বিমান তার প্রথম যাত্রা সম্পন্ন করেছে শুক্রবার। এ বিমানটি একই সঙ্গে উড্ডয়ন সেবার বিশ্ববাজারে চীনের আধিপত্য সৃষ্টি ও বিমান শিল্পে দেশটির স্বয়ংসম্পূর্ণতা অর্জনের সূচনা হিসেবে পরিগণিত হচ্ছে। ‘কমার্শিয়াল এয়ারক্র্যাফট কর্পোরেশন অব চায়না’ (কোম্যাক)-এর হাতে তৈরি এ বিমানের উড্ডয়ন পরীক্ষা উৎপাদনজনিত সমস্যার কারণে ২০১৪ থেকে অন্তত দুবার পিছিয়েছে। সম্ভবত আরও কয়েক বছরের পরীক্ষা-নিরীক্ষার পর তারা স্বদেশ চীন ও যুক্তরাষ্ট্র-ইউরোপ থেকে সনদ পাবে। আগামী দুই দশকে বিমান সেবার বিশ্ববাজারের মূল্যমান দাঁড়াবে ২ লাখ কোটি ডলার। কিন্তু এ মুহূর্তে বাজারটিতে বিক্রয়, প্রযুক্তিগত জ্ঞান ও শেয়ারের উচ্চচাহিদার ক্ষেত্রে বোয়িং ও এয়ারবাস কোম্যাকের চেয়ে বহু দূর এগিয়ে আছে। -এনডিটিভি
×