ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ কমেডিয়ানের ‘ঈশ্বরদ্রোহী’ মন্তব্য নিয়ে তদন্ত শুরু

প্রকাশিত: ০৬:০১, ১০ মে ২০১৭

ব্রিটিশ কমেডিয়ানের ‘ঈশ্বরদ্রোহী’ মন্তব্য নিয়ে তদন্ত শুরু

ব্রিটিশ কমেডিয়ান স্টিফেন ফ্রাই এক টিভি অনুষ্ঠানে ‘ঈশ্বরদ্রোহী’ মন্তব্য করেছেনÑ এক দর্শক এমন অভিযোগ করার পর আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের পুলিশ এর তদন্ত শুরু করেছে। ২০১৫ সালে আরটিই টিভিতে প্রচারিত ওই অনুষ্ঠানে মি. ফ্রাই প্রশ্ন তুলেছিলেন, ‘একজন বদমেজাজি, সংকীর্ণমনা, নির্বোধ ঈশ্বরÑ যিনি অন্যায়-অবিচার ও বেদনায় ভরা একটা পৃথিবী সৃষ্টি করেছেনÑ তাকে আমার সম্মান করতে হবে কেন?’ পরে অবশ্য মি. ফ্রাই বলেছিলেন, তিনি কোন বিশেষ ধর্মের বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলেননি।তবে এ নিয়ে দর্শকের অভিযোগ পাওয়ার পর পুলিশ পরীক্ষা করে দেখছে, স্টিফেন ফ্রাই কোন ফৌজদারি অপরাধ করেছেন কি না। আইরিশ ইন্ডিপেনডেন্ট পত্রিকায় এক রিপোর্টে বলা হয়েছে, ২০০৯ সালে করা মানহানি আইনে এখনও কোন ধর্মদ্রোহিতার মামলা করা হয়নি, এরকম কিছু হবে এ সম্ভাবনাও কম। ২০১৫ সালের অনুষ্ঠানটিতে মি. ফ্রাইকে প্রশ্ন করা হয়েছিল, তিনি স্বর্গের দরজায় দাঁড়িয়ে ঈশ্বরকে কি প্রশ্ন করবেন? জবাবে তিনি ওই মন্তব্য করেন। তিনি বলেছিলেন, ‘গ্রিক দেবতারা নিজেদের সর্বদ্রষ্টা বা সর্বজ্ঞ বলে উপস্থাপন করতেন না। কিন্তু যে ঈশ্বর এই পৃথিবী সৃষ্টি করেছেন, যদি সত্যিই এটা তার কাজ হয়ে থাকে- তাহলে তিনি নিশ্চয়ই ছিলেন একজন ‘ম্যানিয়াক’, স্বার্থপর।’ আয়ারল্যান্ডে অনুষ্ঠানটি প্রচারের দিনই একজন দর্শক এ নিয়ে অভিযোগ করেন। -বিবিসি
×