ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা, স্কুলছাত্র ও শিশুসহ নিহত ৯

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও শিশুসহ নিহত ৮

প্রকাশিত: ০৫:৫৭, ১০ মে ২০১৭

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও শিশুসহ  নিহত ৮

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে যশোরে ছয়জন, হবিগঞ্জের মাধবপুরে এক শিশু, খুলনায় এক স্কুলছাত্র এবং পঞ্চগড়ে এক আওয়ামী লীগ নেতা রয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। যশোর অফিস জানায়, যশোর-ঝিনাইদহ সড়কে বাস দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। এ সময় আহত হয় ৪৫ যাত্রী। মঙ্গলবার দুপুরে খুলনা-কুষ্টিয়া রুটে চলাচলকারী রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস যশোরের বারীনগরের কাছে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় আহতদের মধ্যে অন্তত ৪৫ জন জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। নিহতরা হলো যশোর পরিবার পরিকল্পনা অধিদফতরের গাড়ি চালক কাজী এনামুল হক (৪৫), সদরের বাগডাঙ্গা গ্রামের লোকমানের স্ত্রী রিজিয়া (৪৫), মাগুরা সদরের রামচন্দ্রপুর গ্রামের অরবিন্দ রায় (৪২), তার স্ত্রী প্রীতি রানী রায় (৩৫), ঝিনাইদহের কালীগঞ্জের আগমনদিয়া গ্রামের রামপ্রসাদ (৩২)। নিহতের একজনের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩১ বছর। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১২টার দিকে যাত্রীবাহী বাসটি কুষ্টিয়া থেকে খুলনার দিকে যাচ্ছিল। যশোর-ঝিনাইদহ সড়কের বারীনগর বাজারের পাশে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। পরে আরও দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ। যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা বলেন, ‘দুর্ঘটনায় আহত কমপক্ষে ৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। পঞ্চগড়ে আওয়ামী লীগ নেতা পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবি মাহমুদ নিহত হয়েছেন। জেলা আওয়ামী লীগের অপর সহসভাপতি খবিরউদ্দিনসহ পাঁচজন গুরুতর আহত হন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের হেলিপ্যাড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পঞ্চগড় ইউনিয়ন আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে যোগ দিতে আওয়ামী লীগ নেতা রবি মাহমুদ ও খবিরউদ্দিন মোটরসাইকেলে যাচ্ছিলেন। অনুষ্ঠানস্থলের কাছেই তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মুখোমুখি ধাক্কা লাগে। এতে বাস ও মোটরসাইকেল উভয়ই নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটিও পাশের খাদে পড়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রবি মাহমুদ মারা যান। অপর প্রবীণ আওয়ামী লীগ নেতা খবির উদ্দিনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। মাধবপুরে শিশু ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মীরনগর নামক স্থানে বাসচাপায় জসিম উদ্দিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার কালা কাকইল গ্রামের মাস্তু মিয়ার ছেলে জসিম উদ্দিন ওইদিন সকালে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি বাস থাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। খুলনায় স্কুলছাত্র খুলনায় ট্রাকের ধাক্কায় মোস্তাফিজুর রহমান বাবু (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন ফুলবাড়ী গেট এলাকার জনতা মার্কেটের সামনে খুলনাÑযশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনগণ ও স্কুলের শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেয়। বাবু মিরেরডাঙ্গা এলাকার সোনালী জুট মিলের শ্রমিক মোঃ ফজলু সরদারের ছেলে এবং সোনালী জুট মিল স্কুলের নবম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
×