ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দোহায় সমঝোতা সই

কাতার চিকিৎসক, প্রকৌশলী প্রযুক্তি বিশেষজ্ঞসহ দক্ষ অদক্ষ শ্রমিক নেবে

প্রকাশিত: ০৫:৫৫, ১০ মে ২০১৭

কাতার চিকিৎসক, প্রকৌশলী প্রযুক্তি বিশেষজ্ঞসহ দক্ষ অদক্ষ শ্রমিক নেবে

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ থেকে চিকিৎসক, প্রকৌশলী, প্রযুক্তি বিশেষজ্ঞ, ব্যাংকার ও ব্যবস্থাপনা বিশেষজ্ঞসহ দক্ষ ও অদক্ষ শ্রমিক নেয়ার আগ্রহ প্রকাশ করেছে কাতার। বাংলাদেশ ও কাতারের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে আরও সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এছাড়া কাতারের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসাধারণ অগ্রগতি করছে বলেও মন্তব্য করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সম্প্রতি কাতার সফর করেছেন। পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল তিনদিন কাতার সফর শেষে মঙ্গলবার ঢাকায় ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ও কাতারের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে আরও সহযোগিতা বাড়াতে মঙ্গলবার একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর কাতার সফরকালে দোহায় কাতার সেন্ট্রাল ব্যাংকে এক বৈঠকের পরে আবুল হাসান মাহমুদ আলী এবং কাতার সেন্ট্রাল ব্যাংকের গবর্নর শেখ আবদুল্লাহ বিন সৌদ আল-ছানি এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বৈঠকে দুই দেশের স্বার্থে দুই কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর বিষয় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতার কেন্দ্রীয় ব্যাংকের গবর্নরের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দ্রুত অর্থনৈতিক অগ্রগতি অর্জনের জন্য বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করে কাতার কেন্দ্রীয় ব্যাংকের গবর্নর এমওইউয়ের আওতায় দুই কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে কার্যকর সহযোগিতার উপায় নিয়ে আলোচনার জন্য একটি কাতারের প্রতিনিধিদল বাংলাদেশে পাঠানোর প্রস্তাব করেন। বাংলাদেশে চলমান প্রকল্পের বিষয় তুলে ধরেন এবং আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক সমন্বয়ের নীতিতে বাংলাদেশের সম্পৃক্ত থাকার বিষয় বিস্তারিত তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সহযোগিতা জোরদারে বাংলাদেশ ব্যাংকের গবর্নর কাতার সফর করবেন। পরে পররাষ্ট্রমন্ত্রী বিদেশে কাতারি বিনিয়োগে সিদ্ধান্ত গ্রহণের একক কর্তৃপক্ষ কাতার ইনভেস্টমেন্ট অথরিটির (কিউআইএ) প্রধান নির্বাহী শেখ আবদুল্লা বিন মোহাম্মদ বিন সৌদ আল ছানির সঙ্গে কিউআইএ সদর দফতরে বৈঠক করেন। বৈঠক কালে মাহমুদ আলী দেশের চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে কিউআইএ প্রধানকে বলেন, গত অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হার ছিল ৭ দশমিক ১ শতাংশ এবং চলতি অর্থবছরে এই প্রবৃদ্ধি আরও বাড়বে। তিনি বলেন, অর্থনৈতিক সমৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ২০২১ সালে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশ অথবা আরও বেশি হবে। কাতার ইনভেস্টমেন্ট কর্তৃপক্ষের সিইও বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন। তিনি এলএনজি, বিদ্যুত উৎপাদন, বিশেষ অর্থনৈতিক এলাকা (এসইজেড) এবং অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে কাতার সরকারের আগ্রহের কথা জানান। আগামী ১৪-১৫ মে অনুষ্ঠেয় দোহা ইকোনমিক ফোরামের ১৭তম বৈঠকের ফাকে সম্ভাব্য অর্থনৈতিক এলাকা ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনার জন্য উচ্চক্ষমতা সম্পন্ন বাংলাদেশ প্রতিনিধিদল দোহা সফর করবে। এদিকে বাংলাদেশ থেকে চিকিৎসক, প্রকৌশলী, প্রযুক্তি বিশেষজ্ঞ, ব্যাংকার ও ব্যবস্থাপনা বিশেষজ্ঞসহ দক্ষ ও অদক্ষ শ্রমিক নেয়ার আগ্রহ প্রকাশ করেছে কাতার। কাতার সফরকালে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠকে দেশটির প্রশাসন উন্নয়ন ও শ্রমমন্ত্রী ড. ঈসা সাদ আল-জাফালি আল-নোয়ামি এই আগ্রহ প্রকাশ করেন। কাতারের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও বাংলাদেশী শ্রমিকদের মধ্যে ওয়েবভিত্তিক সরাসরি সংযোগ গড়ে তুলতে একটি মেকানিজম বা ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেন ড. ঈসা। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রস্তাব দেন, আরবী ভাষা শিক্ষাসহ চাহিদা অনুযায়ী বাংলাদেশী শ্রমিকদের প্রশিক্ষণের জন্য কাতার ব্যবস্থা গ্রহণ করতে পারে। কাতারের শ্রমমন্ত্রী ছাড়াও একাধিক মন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত ও বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। কাতারের জ্বালানি ও শিল্পমন্ত্রী ড. মোহামেদ বিন সালেহ আলা সাদার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সময় বাংলাদেশে এলএনজি ও বিদ্যুত উৎপাদন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন কাতারের শিল্পমন্ত্রী। কাতারের শিল্পমন্ত্রীকে বাংলাদেশে ১০০ বিশেষ অর্থনৈতিক এলাকা-এসইজেড নির্মাণ করা হচ্ছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, যদি কাতার চায়, তাহলে কাতারের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ এলাকা দেয়ার প্রস্তাব করবে বাংলাদেশ সরকার। কাতারের শিল্পমন্ত্রী ড. মোহাম্মদ সাদা বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের বাইরে গাল্ফ কো-অপারেশন কাউন্সিলের অর্থনেতিক সহযোগিতা কাঠামোয় অন্তর্ভুক্ত হতে পারে বাংলাদেশ। বাংলাদেশ শুধু কাতার নয়, উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে এটি করতে পারে। কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা, গ্যাস উত্তোলন, এলএনজি, অবকাঠামো উন্নয়ন, বিদ্যুত উৎপাদন, প্রতিরক্ষা, সামুদ্রিক মাছ, জনগণের যোগাযোগ, কূটনৈতিক জমি বিনিময় এবং আন্তর্জাতিক ফোরামে বিভিন্ন ইস্যুতে পরস্পরকে সহযোগিতা দেয়ার বিষয় নিয়ে আলোচনা হয়। কাতারের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানির সঙ্গে সাক্ষাত করেন পররাষ্ট্রমন্ত্রী। কাতার আমির দেয়ানে (দোহা প্যালেসে) অনুষ্ঠিত এ সাক্ষাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরেন। কাতারের সঙ্গে জ্বালানি ও বিদ্যুত উৎপাদন, প্রতিরক্ষা, বিনিয়োগ ও ব্যবসা ক্ষেত্রে বাংলাদেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক ও সম্ভাবনার চিত্র আমিরের কাছে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সময় বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি ও অর্জন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন কাতারের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লহ বিন নাসের বিন খলিফা আল থানি।
×