ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফ্রিজে আর ৬০০এ গ্যাসযুক্ত ইনভার্টার কম্প্রেসার

প্রকাশিত: ০৫:৫১, ১০ মে ২০১৭

ফ্রিজে আর ৬০০এ গ্যাসযুক্ত ইনভার্টার কম্প্রেসার

সম্পূর্ণ পরিবেশবান্ধব আর ৬০০এ রেফ্রিজারেন্ট গ্যাসযুক্ত বিদ্যুত সাশ্রয়ী ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তি দিয়ে তৈরি হচ্ছে মার্সেল ফ্রিজ। এজন্য চলতি মৌসুমে এ ফ্রিজের চাজিদা ব্যাপক হারে বেড়েছে। প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের লজিস্টিক্স মনিটরিং প্রধান উজ্জ্বল কুমার বড়ুয়া জানান, গরমকালে বাংলাদেশে রেফ্রিজারেটর বা ফ্রিজের চাহিদা ব্যাপক বেড়ে যায়। তবে এ বছর মার্সেল ফ্রিজের চাহিদা তুলনামূলক বেশি। তিনি বলেন, সর্বাধুনিক প্রযুক্তিতে উচ্চ গুণগতমান বজায় রেখে বাংলাদেশেই তৈরি হচ্ছে মার্সেল ফ্রিজ। মার্সেল দামেও সাশ্রয়ী। আকর্ষণীয় ডিজাইন ও কালার এবং দ্রুত বিক্রয়োত্তর সেবায় গ্রাহকরা সন্তুষ্ট। ফলে উল্লেখযোগ্য হারে বেড়েছে মার্সেল ফ্রিজের চাহিদা। তার মতে, সম্পূর্ণ পরিবেশবান্ধব আর৬০০এ রেফ্রিজারেন্ট গ্যাসযুক্ত বিদ্যুত সাশ্রয়ী ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির নন ফ্রস্ট ফ্রিজ গ্রাহক চাহিদা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। কর্তৃপক্ষ জানায়, গত বছর মার্সেল ফ্রিজে ৪৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×