ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাণিজ্য ঘাটতি বেড়েছে ৪৭ শতাংশ

প্রকাশিত: ০৫:৫০, ১০ মে ২০১৭

বাণিজ্য ঘাটতি বেড়েছে  ৪৭ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) পণ্য বাণিজ্যে সামগ্রিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৭০৩ কোটি ৮০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২২৪ কোটি ৬০ লাখ ডলার বা প্রায় ৪৭ শতাংশ বেশি। গত বছর আলোচিত সময়ে ঘটতির পরিমাণ ছিল ৪৭৯ কোটি ২০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেন ভারসাম্যের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে তথ্য অনুযায়ী, এক মাস আগে অর্থাৎ জুলাই-ফেব্রুয়ারিতে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যে ঘাটতি ছিল ৬০৮ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে এক মাসের ব্যবধানে বাণিজ্য ঘাটতি বেড়েছে ৯৪ কোটি ৯০ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের ৯ মাসে ইপিজেডসহ রফতানি খাতে বাংলাদেশ আয় করেছে দুই হাজার ৫৩৩ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল দুই হাজার ৪৩৫ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রফতানি আয় বেড়েছে ৪ শতাংশ। তথ্যে আরও দেখা যায়, ইপিজেডসহ পণ্য আমদানিতে বাংলাদেশের ব্যয় হয়েছে তিন হাজার ২৩৬ কোটি ৮০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল দুই হাজার ৯১৪ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে আমদানি ব্যয় বেড়েছে ১১ শতাংশ। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলসহ নানা কারণে আমদানি ব্যয় বেড়েছে।
×