ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দেশের মোট উদ্যোক্তাদের প্রায় ৭০ ভাগই এসএমই

প্রকাশিত: ০৫:৫০, ১০ মে ২০১৭

দেশের মোট উদ্যোক্তাদের প্রায়  ৭০ ভাগই এসএমই

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ইউকে এইডের বিজনেস ফাইন্যান্স ফর দ্য পুর ইন বাংলাদেশের (বিএফপ্লিবি) যৌথ উদ্যোগে ‘বাংলাদেশ এসএমই খাতের অর্থায়নে উদ্ভাবনী ফান্ড’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকা চেম্বার অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন ডিসিসিআই উর্ধতন সহ-সভাপতি কামরুল ইসলাম। কামরুল ইসলাম তার বক্তব্যে বলেন, বিশ্বব্যাপী শিল্পায়ন এবং অর্থনীতির চাকাকে চলমান রাখার ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বাংলাদেশে মোট উদ্যোক্তাদের প্রায় ৭০ ভাগই হলো এসএমই। তিনি বলেন, বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা প্রায়ই আর্থিক সহায়তা ও মূলধন স্বল্পতার সমস্যার মুখোমুখি হচ্ছেন। যা এসএমই বিকাশে সহায়ক নয়। তিনি বাংলাদেশের এসএমই খাতের বিকাশে আর্থিক নীতিমালার আমূল সংস্কারের পাশাপাশি এই খাতের নারী উদ্যোক্তাদের বিশেষ সহতায়তা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। বিজনেস ফাইন্যান্স ফর দ্য পুর ইন বাংলাদেশের (বিএফপ্লিবি) টিম লিডার ক্রিস্টফার অগাস্ট বলেন, বাংলাদেশের এসএমই উদ্যোগদের উন্নয়ন এবং দারিদ্র্যবিমোচনের লক্ষ্যে এই ফান্ডটি গঠন করা হয়েছে, কারণ এসএমই খাত এ দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ওয়ার্কশপে বিজনেস ফাইন্যান্স ফর দ্য পুর ইন বাংলাদেশের (বিএফব্লিবি) চ্যালেঞ্জ ফান্ড ম্যানেজার মোঃ আরাফাত হোসেন বলেন, উদ্ভাবনী তহবিলের আওতায় নারী ও গ্রামের উদ্যোগতারা বিশেষ অগ্রাধিকার পাবে। এছাড়ও ‘বিজনেস ফাইন্যান্স চ্যালেঞ্জ ফান্ড’ নামে একটি তহবিল গঠন করা হয়েছে, যেখানে এ খাতের উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী প্রকল্প পরিচালনায় মোট ব্যয়ের প্রায় ৫০ শতাংশ পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। কর্মশালায় ডিসিসিআই সহ-সভাপতি হোসেন এ সিকদার, পরিচালক ইমরান আহমেদ, সাবেক সহ-সভাপতি আবসার করিম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
×