ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অর্ধবার্ষিক ভিত্তিতে ব্যাংকের স্বমূল্যায়ন প্রতিবেদন জমার নির্দেশ

প্রকাশিত: ০৫:৫০, ১০ মে ২০১৭

অর্ধবার্ষিক ভিত্তিতে ব্যাংকের স্বমূল্যায়ন প্রতিবেদন  জমার নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ জালিয়াতি, প্রতারণা প্রতিরোধে ব্যাংকগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনাদির কার্যকারিতার স্বমূল্যায়ন সংক্রান্ত প্রতিবেদন এখন থেকে অর্ধবার্ষিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে পাঠানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। আগামী জুন মাস থেকে এ নির্দেশনা কার্যকর হবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের মহাব্যবস্থাপক এস এম রবিউল হাসান স্বাক্ষরিত এক সার্কুলারে এসব তথ্য জানা গেছে। আগে প্রতি ত্রৈমাসিক ভিত্তিতে ব্যাংকগুলোকে এ প্রতিবেদন পাঠাতে হতো। সংশ্লিষ্ট ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগ কর্তৃপক্ষকে স্বমূল্যায়ন প্রতিবেদন প্রস্তুত করে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনে পাঠাতে হবে। পরবর্তী এক মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংক নির্দেশিত ছক অনুযায়ী সকল তফসিলি ব্যাংককে এ প্রতিবেদন পাঠানোর জন্য বলা হয়েছে সার্কুলারে।
×