ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকার হকারদের দাবি রমজানে পুরো দিন ফুটপাথে বসতে দিতে হবে

প্রকাশিত: ০৫:৪৯, ১০ মে ২০১৭

ঢাকার হকারদের দাবি রমজানে পুরো দিন  ফুটপাথে বসতে  দিতে হবে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন রমজান মাসে সারা দিন ঢাকা মহানগরীর ফুটপাথে দোকান বসিয়ে ব্যবসা করতে দেয়ার দাবি জানিয়েছেন হকাররা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হকার্স সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সংগঠনটির সভাপতি আবুল হোসাইন বলেন, ঢাকায় পাঁচ লাখ হকার আছে। প্রত্যেক হকারের ওপর গড়ে পাঁচজন করে নির্ভরশীল হলে ২৫ লাখ লোক তাদের ওপর নির্ভরশীল। এরা ছাড়াও হকারদের সঙ্গে ব্যবসায়িক জনগোষ্ঠী যুক্ত- ছোটবড়, মাঝারি মালিকরা রয়েছেন। যেখানে কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এদের কি হবে? রমজানে হকারদের সারা দিন ফুটপাথে বসতে দিতে হবে। রমজানে সারাদিন ব্যবসা করতে দিলে তারা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে, পরিবার-পরিজন নিয়ে ঈদ করতে পারবে। হকার উচ্ছেদকে সফলতা দাবি করায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সমালোচনা করে তিনি বলেন, উনি বিলবোর্ড দিয়েছেন। সেখানে বুলডোজারের ছবি। বুলডোজার দিয়ে উনি হকার উচ্ছেদ করেছেন। এটা হচ্ছে ওনাদের সফলতা। হকারদের ওপর বুলডোজার চালানো, হকারদের পেটে লাথি মারা যদি হয় মেয়রের সফলতা, এর চেয়ে বেদনাদায়ক আর কোনকিছু হতে পারে না। আমি ধিক্কার জানাই। এ ধরনের সফলতা ঢাকার মানুষ দেখতে চায় না। ঢাকার মানুষ দেখতে চায় মেয়র ঢাকার মানুষকে বুকে টেনে নিয়েছেন।
×