ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্বাচন নিয়ে বিএনপির লোক দেখানো অপকৌশল সফল হবে না ॥ কাদের

প্রকাশিত: ০৫:৪১, ১০ মে ২০১৭

নির্বাচন নিয়ে বিএনপির লোক দেখানো অপকৌশল সফল হবে না ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ৯ মে ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসল ভিশনের বিপরীতে নকল ভিশন দাঁড় করিয়ে আগামী নির্বাচনে বিএনপির লোক দেখানো অপকৌশল কখনই সফল হবে না। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপরোক্ত কথাগুলো বলেন। মন্ত্রী মঙ্গলবার দুপুরে জুড়ী উপজেলায় নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভা শেষে বন্যায় হাকালুকি হাওড় এলাকার দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। মন্ত্রী আরও বলেন, হাওড়াঞ্চলে কৃষকদের আগামী বোরো ফসল ঘরে না ওঠা পর্যন্ত ত্রাণ বিতরণসহ সকল সাহায্য অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্ত ছয় হাজার পরিবারকে ৩০ কেজি চাল ও নগদ ৫০০ টাকা করে প্রতি মাসে দেয়া হবে। পরে সেতুমন্ত্রী হাকালুকি হাওড়ের আরও কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে বড়লেখার হাকালুকি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন ও ত্রাণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেনÑ জাতীয় সংসদের হুইপ মো.ঃ শাহাব উদ্দিন এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশফাকুর রহমান, পুলিশ সুপার মোঃ শাহজালাল প্রমুখ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি ও জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি হেলিকপ্টারযোগে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর হ্যালিপ্যাডে নামেন। এরপর মন্ত্রী জুড়ী উপজেলার নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয় ও পরে হাকালুকি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পৃথক অনুষ্ঠানে অকাল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও মতবিনিময় করেন।
×