ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

গান কবিতায় ছায়ানটের রবীন্দ্র জন্মোৎসব শেষ

প্রকাশিত: ০৫:৪০, ১০ মে ২০১৭

গান কবিতায় ছায়ানটের রবীন্দ্র জন্মোৎসব শেষ

স্টাফ রিপোর্টার ॥ সোমবার ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। এ উপলক্ষে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট দুই দিনব্যাপী রবীন্দ্র উৎসবের আয়োজন করে। সোমবার শুরু হওয়া সেই উৎসবের সমাপনী দিন ছিল মঙ্গলবার। গান আর কবিতার সম্মিলিত পরিবেশনায় ঝিরিঝিরি বৃষ্টি ঝরা বৈশাখী সন্ধ্যাটি হয়ে উঠে রবীন্দ্রময়। আয়োজনের শুরুতেই ছায়ানটের ছোটদের দল গেয়ে শোনায় ‘এ দিন আজি কোন ঘরে গো’ গানটি। এরপর একক কণ্ঠে গান শোনান সুতপা সাহা, শামা রহমান, নাঈমা ইসলাম নাজ, সামিয়া আহ্্সান, অভীক দেব, মিতা কর্মকার, আদৃতা আনোয়ার, ফাহিম হোসেন চৌধুরী, ফারহিন খান জয়িতা, বিক্রম দাস, লাইসা আহমেদ লিসা, আজিজুর রহমান তুহিন, সুষ্মিতা আহমেদ বর্না, সুশান্ত রায়, অভয়া দত্ত, শ্রাবণী মজুমদার, মানস ভট্টাচার্য, মৃত্তিকা সহিতা, চঞ্চল বড়াল, সুমা রায় ও রোকাইয়া হাসিনা। তাদের কণ্ঠে গীত হয় ‘সুখহীদ নিশিদিন’, ‘নিত্যনব সত্য তব’, ‘জগতে আনন্দ যজ্ঞে’, ‘আমার এ পথ’, ‘হেথা যে গান গাইতে আসা’, ‘তুমি তো সেই যাবেই চলে’, ‘ভয় হতে তব অভয় মাঝে’সহ রবীন্দ্রনাথের নানা পর্যায়ের গান। ছিল ছায়ানটের ছোট ও বড়দের দল এবং উত্তরায়ণের শিল্পীদের সম্মেলক গান। রবীন্দ্র সৃষ্টি থেকে পাঠ করেন বাচিকশিল্পী ডালিয়া আহমেদ ও লিয়াকত খান। সম্মেলক কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন। ‘ফিরে দেখা মৃণাল সেন’ আগামী ১৪ মে উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের ৯৪তম জন্মবাষির্কী। তার জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ‘ফিরে দেখা মৃণাল সেন’ শীর্ষক চলচ্চিত্র অধিবেশন। উন্মুক্ত এ আয়োজনে চলচ্চিত্রপ্রেমীরা উপভোগ করতে পারবেন মৃণাল সেন নির্মিত কাহিনীচিত্র এবং তাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র। ভারত-বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ জাতীয় জাদুঘর যৌথভাবে এই চলচ্চিত্র অধিবেশনের আয়োজন করছে। মঙ্গলবার জাতীয় জাদুঘরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন চলচ্চিত্র ফিল্ম সোসাইটির আহ্বায়ক মোরশেদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় জাদুঘরের কীপার নূরে নাসরিন ও ফিল্ম সোসাইটির সংগঠক মুনিরা মোরশেদ মুননী। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৩ মে সন্ধ্যা ৬টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অধিবেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলা। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রদর্শিত হবে মৃণাল সেন নির্মিত চলচ্চিত্র ‘একদিন প্রতিদিন’। অধিবেশন উপলক্ষে একটি স্মরণিকাও প্রকাশিত হবে। পাঁচদিনের অধিবেশনে মৃণাল সেন নির্মিত ৯টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র ও মৃণাল সেনের ওপর নির্মিত ৩টি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। ১৪-১৭ মে পর্যন্ত উন্মুক্ত ছবির দেখার আয়োজনটিতে প্রতিদিন জাদুঘরের প্রধান মিলনায়তনে বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় দর্শকরা দেখতে পারবেন মৃণাল সেন নির্মিত চলচ্চিত্র ও তাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র। মৃণাল সেন নির্মিত ছবিগুলো হচ্ছেÑ বাইশে শ্রাবণ, ভুবন সোম, ইন্টারভিউ, কলকাতা ৭১, একদিন প্রতিদিন, খারিজ, একদিন আচানক, অন্তরীণ ও আমার ভুবন। মৃণাল সেনের উপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্রগুলো হচ্ছেÑ রমেশ শর্শা পরিচালিত ‘পোট্রেট অব এ ফিল্ম মেকার’, জয়ন্ত ভট্টাচার্য পরিচালিত ‘অলওয়েজ বিং বর্ন’, রাজদ্বীপ পাল পরিচালিত ‘মৃণাল সেনÑএন এরা ইন সিনেমা’। উদ্বোধনী অধিবেশন ছাড়া সকল প্রদর্শনী থাকবে সবার জন্য উন্মুক্ত। লাকী আখন্দ স্মরণে হাসান মাহমুদের যুগলবন্দী গান ও কবিতার যুগলবন্দী পরিবেশনায় মঙ্গলবার সন্ধ্যায় স্মরণ করা হলো বরেণ্য সঙ্গীতশিল্পী লাকী আখন্দকে। হাসান মাহমুদের গান ও কবিতার আশ্রয়ে সাজানো হয় স্মরণানুষ্ঠানটি। সঙ্গে লাকী আখন্দের গানের পরিবেশনা। ইয়েস বাংলাদেশ ও স্বপ্নকুঁড়ি যৌথভাবে শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে। লাকী আখন্দকে নিবেদিত আলোচনায় অংশ নেন কবি মুহম্মদ নুরুল হুদা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম প্রমুখ। সভাপতিত্ব করেন কবি হাবীবুল্লাহ সিরাজী।
×