ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর পায়ুপথ থেকে ১২ স্বর্ণের বার উদ্ধার

প্রকাশিত: ০৫:৩৯, ১০ মে ২০১৭

চট্টগ্রাম বিমানবন্দরে  যাত্রীর পায়ুপথ থেকে ১২ স্বর্ণের বার উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে ১২টি স্বর্ণবারসহ এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা। বেলাল হোসেন (৩৭) নামের এ ব্যক্তির বাড়ি ফটিকছড়ি উপজেলায়। গ্রীন চ্যানেল অতিক্রমকালে সন্দেহভাজন এ ব্যক্তিকে তল্লাশি চালিয়ে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা জানান, এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে মঙ্গলবার এ যাত্রী চট্টগ্রামে আসেন। গ্রীন চ্যানেল অতিক্রমকালে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে শুল্ক কর্মকর্তারা তার শরীর স্ক্যান করলে স্বর্ণবার পাওয়া যায়। বিশেষ কৌশলে পায়ুপথে স্বর্ণগুলো রেখে বেরুবার চেষ্টা করছিল বেলাল। উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় এককেজি ৪শ’ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
×