ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিম্ন আদালতের বিচারকদের চাকরিবিধির গেজেট প্রকাশে আরও এক সপ্তাহ

প্রকাশিত: ০৮:১৫, ৯ মে ২০১৭

নিম্ন আদালতের বিচারকদের চাকরিবিধির গেজেট প্রকাশে আরও এক সপ্তাহ

স্টাফ রিপোর্টার ॥ অধস্তন আদালতের বিচারকদের চাকরিবিধির গেজেট প্রকাশ করতে আরও ১ সপ্তাহ সময় পেল সরকার। অন্যদিকে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণ ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করা সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপীল শুনানি শুরু হয়েছে। আজ মঙ্গলবার আবারও শুনানি অনুষ্ঠিত হবে। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৫ সদস্যবিশিষ্ট আপীল বিভাগ এ আদেশ প্রদান করেছে। এদিকে সরকার আড়াই বছরেও অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণসংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশ না করায় উষ্মা প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সোমবার প্রশ্ন রেখেছেন, সুপ্রীমকোর্ট থেকে একটি ফাইল বঙ্গভবন ও গণভবনে যেতে কতদিন সময় লাগে। সুপ্রীমকোর্টের আপীল বিভাগ এর আগে গত ৪ এপ্রিল গেজেট প্রকাশের জন্য সরকারকে ৮ মে পর্যন্ত সময় দিয়ে বলেছিল, ওই সময়ের পর আদালত সরকারের আর কোন ‘অজুহাত’ শুনবে না। সোমবার এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আপীল বিভাগের কাছে আরও দুই সপ্তাহ সময়ের আবেদন করেন। এ বিষয়ে শুনানির পর প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের আপীল বিভাগ সরকারকে আরও এক সপ্তাহ সময় দেয়। ষোড়শ সংশোধনী উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণ ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করা সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের হাইকোর্টের রায়ে বিরুদ্ধে সরকারের আপীল শুনানি শুরু হয়েছে। সোমবার হাইকোর্টের দেয়া রায় পাঠের মধ্য দিয়ে এ শুনানি শুরু হয়। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপীল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে এ শুনানি চলে। আজ মঙ্গলবার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
×