ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশিষ্টজনদের অভিমত

‘ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ’ বাস্তবায়নে অর্থনীতি সমৃদ্ধ হবে

প্রকাশিত: ০৮:১৩, ৯ মে ২০১৭

‘ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ’ বাস্তবায়নে অর্থনীতি সমৃদ্ধ হবে

কূটনৈতিক রিপোর্টার ॥ চীনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ’ (বিআরআই) উদ্যোগ বাস্তবায়নের ফলে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। বাংলাদেশ এ আঞ্চলিক সহোযোগিতার উদ্যোগকে বিশেষ গুরুত্বসহকারে বিবেচনা করছে। একই সঙ্গে সরকারের ভিশন-২১ বাস্তবায়নে এ বিআরআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দিয়েছেন বিশিষ্টজনরা। সোমবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ-চীন সম্পর্ক : ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ’ শীর্ষক সেমিনারে এমন মতামত দেন তারা। সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট। আলোচনায় বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা প্রফেসর রিজভী বলেন, ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশ অতি ভাগ্যবান একটি দেশ, যার ভারত ও চীনের মতো শক্তিশালী বন্ধু দেশ রয়েছে। অর্থনৈতিকভাবে অগ্রসরগামী দেশ হিসেবে এ দেশ দুটির গুরুত্ব অপরিসীম। কারণ, তারা পার্শ্ববর্তী বন্ধু দেশ হিসেবে আমাদের অর্থনীতিতে শক্তিশালী ভূমিকা রাখছে। ২০২১ সালের ভিশন বাস্তবায়নে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে চীনের সঙ্গে বন্ধুত্ব কতটা গুরুত্বপূর্ণ তা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত ও চীনের সম্পর্ক আমাদের অর্থনীতির অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে। আমরা অগ্রসর জাতি হিসেবে তাদের কাতারে দাঁড়াতে চাই। তিনি বলেন, অবকাঠামো, বিদ্যুত ও জ্বালানি এসব সেক্টরকে অগ্রাধিকার দিয়ে বিনিয়োগ করার জন্য চীনকে উৎসাহিত করতে হবে। ড. গওহর রিজভী বলেন, সারাবিশ্বে যে অর্থনৈতিক বিপ্লব ঘটতে যাচ্ছে তার অংশ হিসেবেই চীনের বিআরআই’র নেয়া পদক্ষেপ শতাধিক দেশ ইতোমধ্যে গহণ করেছে। এ বছরের মে মাসের ১৪ তারিখে এ নিয়ে একটি সম্মেলন চীনে অনুষ্ঠিত হবে, তাতে বিষয়টি নিয়ে আরও বিস্তর জানার সুযোগ রয়েছে। সেমিনারে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং কিয়াং বলেন, বর্তমান প্রেক্ষাপটে কানেটিভিটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে বিআরআই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিন্ডেন্ট ফারুক সোবহান বলেন, বিআরআই দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। গত বছর চীনের প্রেসিডেন্টের সফরে যে চুক্তি ও সমঝোতাগুলো সই হয়েছিল সেগুলো বাস্তবায়ন হলে বিআরআই’র সফলতা আরও দৃশ্যমান হবে। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমেদ।
×