ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ওয়ান-স্টপ সার্ভিস আইনের খসড়া মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন

প্রকাশিত: ০৮:১২, ৯ মে ২০১৭

ওয়ান-স্টপ সার্ভিস আইনের খসড়া মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন

বিশেষ প্রতিনিধি ॥ বিনিয়োগকারীদের সেবা প্রাপ্তি সহজ করতে ওয়ান-স্টপ সার্ভিস চালু করবে সরকার। এতে একই ছাদের নিচে ১৬ ধরনের সেবা পাবেন দেশী-বিদেশী বিনিয়োগকারীরা। এজন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস আইন, ২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে খসড়াটি অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস সাংবাদিকদের এই অনুমোদনের কথা বলেন। তিনি বলেন, দেশে দেশী-বিদেশী বিনিয়োগগুলোকে উৎসাহিত করার করার জন্য, দেশী-বিদেশী বিনিয়োগগুলোকে ফ্যাসিলেটেড (সহজ) করার জন্য এই আইনটা আনা হয়েছে। আগের ওয়ান-স্টপ সার্ভিস কার্যকরী হয়নি জানিয়ে তিনি বলেন, কারণ ওটার আইনী কাঠামো ছিল না। এখন আইনের ফ্রেমওয়ার্কে চলে আসবে। কেউ যদি ফেল করে তাকে আইনের আওতায় নিয়ে আসা যাবে। তিনি বলেন, ‘গ্লোবালি ডুয়িং বিজনেস ক্যাটাগরিতে’ ১৮৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৬তম। সরকারের পলিসি হলো আগামী ৫ বছরের মধ্যে (এই র‌্যাঙ্ক) একশ’র নিচে নামিয়ে আনা। সেটা করতে গেলে বিনিয়োগ পরিবেশ ভাল করতে হবে, বিনিয়োগবান্ধব করতে হবে, তার জন্য একটা শর্ত ছিল যে ওয়ান-স্টপ সার্ভিস আইনটা প্রবর্তন করা। এটা ছোট্ট প্যাকেজ আইন। এটাতে মূলত ওয়ান-স্টপ সার্ভিসটা কীভাবে পরিচালিত হবে সেটার একটা আইডিয়া দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইন অনুযায়ী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ কেন্দ্রীয় ওয়ান স্টপ সার্ভিস কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবে, এই কর্তৃপক্ষ সাধারণভাবে ১৬ ধরনের সেবা দেবে। ট্রেড লাইসেন্স, জমি রেজিস্ট্রেশন, নামজারি, পরিবেশ ছাড়পত্র, নির্মাণ অনুমোদন, বিদ্যুত, গ্যাস ও পানি সংযোগ, টেলিফোন-ইন্টারনেট সংযোগ, বিস্ফোরক লাইসেন্স, বয়লার সার্টিফিকেটসহ ২৭টি ক্যাটাগরিতে কমনলি (সাধারণভাবে) ১৬টি সেবা দেয়া হবে। এগুলো যেন এক জায়গায় বসে পেতে পারে সেজন্য এই আইনটি করা হচ্ছে।
×