ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংসদে কৃষি গবেষণা ইনস্টিটিউট বিল পাস

প্রকাশিত: ০৮:১১, ৯ মে ২০১৭

সংসদে কৃষি গবেষণা ইনস্টিটিউট বিল পাস

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৭ পাস হয়েছে। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি গবেষণার কার্যক্রম অব্যাহত রাখতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এছাড়া কৃষিমন্ত্রী বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৭ নামের একটি বিল সংসদে উত্থাপন করেন। সোমবার বিকেলে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে কৃষি গবেষণা ইনস্টিটিউট বিল নিয়ে আলোচনাকালে বিরোধী দলীয় সদস্য মোঃ ফখরুল ইমাম জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন। কিন্তু সেই প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পরে বিলটি সর্বসম্মতিতে পাস হয়। ধান গবেষণা ইনস্টিটিউট বিল উত্থাপন ॥ ধানের উৎপাদন বৃদ্ধি, উন্নত ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনসহ সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা পরিচালনায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আইন ১৯৭৩ রহিত করে সংশোধনসহ পুনঃপ্রণয়নের প্রস্তাব করে জাতীয় সংসদে ‘বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৭’ উত্থাপন করা হয়েছে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিলটি উত্থাপনের পর তা অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
×