ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ-দ্বাদশ শ্রেণি

প্রকাশিত: ০৬:৩৭, ৯ মে ২০১৭

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ-দ্বাদশ শ্রেণি

কম্পিউটার ইঞ্জিনিয়ার ও প্রভাষক-বালাগঞ্জ ডিগ্রি কলেজ, সিলেট। পরীক্ষক : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, সিলেট মোবাইল : ০১৭১২৪৮৭৪৪৮ (গতকালের পর উত্তরসহ আজ ছাপা হলো বাকী অংশ) ৫১.ইন্টারনেট এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে কী বলে? ক. ই-মার্কেটিং খ. ই-কমার্স গ. ই-বিজনেস ঘ. আউটসোসিং ৫২. বিশ্বগ্রামের চালিকা শক্তি হচ্ছে র. আন্তর্জাতিক বাণিজ্য রর.বিনিয়োগ ররর. টেকনোলজি নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ৫৩.ডি এন এ ম্যাপিং ও এনালাইসিসের জন্য কোন টেকনোলজি ব্যবহৃত হয়? ক. জেনেটিক ইঞ্জনিয়ারিং খ.বায়োমেট্রিক্স গ. বায়োইনফরমেটিক্স ঘ.ন্যানোটেকনোলজি ৫৪.জিন প্রযুক্তির মাধ্যমে র. টিউমার কোষকে নিশ্চিহ্ণ করা যায় রর. ভ্রুণের পরিস্ফুটন ঘটানো হয় ররর. জিনগত ব্যাধি শনাক্ত করে তা নিরাময় করা যায় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ৫৫. বায়োমেটিক্স পদ্ধতি হলো ক. ফিঙ্গারপ্রিন্ট রিডার খ. ফিঙ্গার আইডেন্টিটি গ. নিরাপত্তাক্ষেত্র ঘ. ফিঙ্গার বায়োলজিক্যাল ডেটা ৫৬. বায়োইনফরমেটিক্স এর সঙ্গে জড়িত- র. জীববিদ্যা রর. পরিসংখ্যান ররর. কম্পিউটার বিজ্ঞান নিচের কোনটি সঠিক? ক. রর খ. র, রর ও ররর গ. রর ও ররর ঘ. ররর ৫৭.কোনটির মাধ্যমে বিভিন্ন রকম হরমোন তৈরি করা সম্ভব হচ্ছে? ক. ন্যানো টেকনোলজি খ. বায়োইনফরমেটিক্স গ. বায়োমেট্রিক্স ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং ৫৮.যে কৌশল অবলম্বন করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ এক জীবের কোষ থেকে অন্য জীবে স্থানান্তর করা হয় তাদেরকে একত্রে কী বলে? ক. রি কম্বিনেট জঘঅ খ. রেস্ট্রিকশন উঘঅ গ. রেস্ট্রিকশন জঘঅ ঘ. রিকম্বিনেন্ট উঘঅ ৫৯. রেস্ট্রিকশন এনজাইম দিয়ে র. ডিএনএ অনু কাটা যায় রর. এক জীবের কোষ থেকে উঘঅ অংশ অন্য জীবে স্থানান্তর করা যায় ররর. এক জীবের উঘঅ অংশ অন্য জীবের উঘঅ অংশের সাথে লাগানো যায়। নিচের কোনটি সঠিক? ক. র খ. ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ৬০. ধাতব পদার্থকে আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যা কোনটি? ক. বায়োটেকনোলজি খ. ন্যানোটেকনোলজি গ. বায়োইনফরমেটিক্স ঘ. রোবটিক্স উত্তরপত্র: ৪১- খ , ৪২-ঘ, ৪৩- গ, ৪৪-ঘ, ৪৫- ঘ, ৪৬- ক, ৪৭- ঘ, ৪৮- ক, ৯-ক, ৫০- ঘ, ৫১- ঘ, ৫২- ঘ, ৫৩- ক, ৫৪- গ, ৫৫- ক, ৫৬- খ, ৫৭-ঘ, ৫৮-ঘ, ৫৯- ক, ৬০- খ ।
×