ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কাণ্ড জ্ঞানহীন ঘুম

প্রকাশিত: ০৬:০৭, ৯ মে ২০১৭

কাণ্ড জ্ঞানহীন ঘুম

৩০৫ যাত্রীসহ আকাশে উড়ছে বিমান, আর গভীর ঘুমে মগ্ন পাইলট! এমন বিপজ্জনক ঘটনা ঘটেছে পাক এয়ারলাইন্সের একটি বিমানে। পিকে ৭৮৫ বিমানটি ৩০৫ যাত্রী নিয়ে ইসলামাবাদ থেকে লন্ডন যাচ্ছিল। কিন্তু পাইলট আমির আখতার হাশমি বিমানটি টেক অফ করার পর পরই ঘুমিয়ে পড়েন। বিমানটির বিজনেস ক্লাসে টানা আড়াইঘণ্টা ঘুমিয়েছেন হাশমি। সম্প্রতি এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তোলার পরে তাকে অব্যাহতি দিয়েছে পিআইএ। এক যাত্রী বিষয়টি লক্ষ্য করে ছবি তোলেন এবং বিমানটির সিনিয়র ক্রু ও সহকারী পাইলটের বিরুদ্ধে অভিযোগ করেন। রিপোর্টে বলা হয়, বিমান টেক অফ করার পরই শিক্ষানবিস পাইলট মোহাম্মদ আসাদ আলির কাছে দায়িত্ব ছেড়ে বিজনেস ক্লাসে এসে ঘুমিয়ে পড়েন প্রধান পাইলট আমির আখতার হাশমি। তার এই কা জ্ঞানহীন ঘুম এ্যাডভেঞ্চারের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। প্রথমে হাশমির বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে ইচ্ছুক ছিল না কর্তৃপক্ষ। কিন্তু উপর তলার চাপে বাধ্য হয়ে তাকে সরিয়ে নেয়া হয়। -ডন অবলম্বনে।
×