ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

ঘোড়ামারা আজিজসহ ছয় আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু

প্রকাশিত: ০৬:০৫, ৯ মে ২০১৭

ঘোড়ামারা আজিজসহ ছয় আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গাইবান্ধার জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য আবু সালেহ মুহাম্মদ আব্দুল আজিজ মিয়া ওরফে ঘোড়ামারা আজিজসহ ছয় আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আলবদর রিয়াজ উদ্দিন ফকিরের বিরুদ্ধে প্রসিকিউশনের পঞ্চম সাক্ষী জবানবন্দী প্রদানের জন্য ১৮ জুন দিন নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে নড়াইলের ৫ রাজাকারের মধ্যে পলাতক দুই রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই মামলা আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য ১৪ জুন দিন নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ আদেশ প্রদান করেছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা ও গাইবান্ধার সাবেক সংসদ সদস্য আবু সালেহ মুহাম্মদ আব্দুল আজিজ মিয়া ওরফে ঘোড়ামারা আজিজসহ ছয় আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। আব্দুল আজিজ ছাড়া মামলায় অন্যান্য আসামিরা হলেন- মোঃ রুহুল আমিন ওরফে মঞ্জু (৬১), মোঃ আব্দুল লতিফ (৬১), আবু মুসলিম মোহাম্মদ আলী (৫৯), মোঃ নাজমুল হুদা (৬০) ও মোঃ আব্দুর রহিম মিঞা (৬২)। মামলায় ছয় আসামিদের মধ্যে মোঃ আব্দুল লতিফকে কারাগারে আছে, তবে বাকি পাঁচ আসামি পালাতক রয়েছেন। ট্রাইব্যুনালে সোমবার নির্ধারিত দিনে রাষ্ট্রপক্ষের প্রসিকউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন। তারপর আসামি পক্ষে তাদের যুক্তি খ-ন শুরু করেছেন। আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্কের কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন। ট্রাইব্যুনালে সোমবার প্রসিকিউশন পক্ষে যুক্তিতর্ক পেশ করেন প্রসিকিউটর ব্যারিস্টার সায়েদুল হক সুমন ও শেখ মোশফেক কবির। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউর সৈয়দ হায়দার আলী, কেশ সাহা, তাপস কান্তি বল, প্রসিকিউটর রিজিয়া সুলতানা বেগম চমন ও আবুল কালাম প্রমুখ। অন্যদিকে আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী গাজী এমএইচ তামিম ও মোঃ শাহিনুর ইসলাম। নড়াইলের রাজাকার নড়াইলের আব্দুল ওয়াহাবসহ ৫ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৪ জুলাই দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার ৫ আসামির মধ্যে তিনজন গ্রেফতার আছেন। গ্রেফতাররা হলেন জল্লাদ আব্দুল ওহাব, বদরুদ্দোজা ও জল্লাদ ওমর আলী শেখ। অন্য দুই রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, এই তিন অপরাধীর বিরুদ্ধে হত্যা, গণহত্যাসহ মোট ৬টি অভিযোগ আনা হয়েছে। মামলাটি তদন্ত করছেন তদন্ত সংস্থার কর্মকর্তা আব্দুল মামুন।
×