ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাল বেগম জিয়ার ‘ভিশন-২০৩০’

আওয়ামী লীগকেও সংবাদ সম্মেলনে আমন্ত্রণ

প্রকাশিত: ০৬:০২, ৯ মে ২০১৭

আওয়ামী লীগকেও সংবাদ সম্মেলনে আমন্ত্রণ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদার ‘ভিশন ২০৩০’ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে আওয়ামী লীগকে। সোমবার বিএনপির পক্ষ থেকে এই আমন্ত্রণপত্র আওয়ামী লীগের ধানম-ির কার্যালয়ে পৌঁছে দেয়া হয়েছে। তবে আমন্ত্রণপত্রটি পাঠানো হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামে। আগামীকাল ১০ মে ভিশন ২০৩০ শিরোনামে সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বিকেল ৪টায় গুলশানের হোটেল ওয়েস্টিনয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি ভিশন ২০৩০-এর বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের সামনে কথা বলবেন বলে আগেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়েছেন। ইতোমধ্যে এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য দলীয় নেতাকর্মী ছাড়াও দেশের বিশিষ্টজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি বিদেশী কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার বিকেল সোয়া ৫টায় আওয়ামী লীগের ধানম-ি অফিসে গিয়ে ‘ভিশন ২০৩০‘ আমন্ত্রণপত্র পৌঁছে দেন বিএনপির সহসাংঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ও সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। দেশকে উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত করতে ভিশন-২০৩০ প্রণয়নের ঘোষণা দেয় বিএনপি। এ উপলক্ষে আগামীকাল বুধবার বিকেল ৪টায় রাজধানীর গুলশানের দ্য ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান, আমরা সরকার পরিচালনার দায়িত্বে গেলে কী কী কাজ করব, ২০৩০ সালে কীভাবে আমরা দেশকে দেখতে চাই, সেই স্বপ্নটা কীভাবে জাতিকে দেখাতে চাই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করা হবে সংবাদ সম্মেলনের মাধ্যমে। এদিকে সোমবার এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাদেশে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের ও কারান্তরীণ করতে বর্তমান শাসকগোষ্ঠী মরিয়া হয়ে উঠেছে। চিরকাল রাষ্ট্রক্ষমতা দখলে রাখতেই সরকার গুম, খুন, অপহরণ ও বিচারবহির্ভূত হত্যাকা-ের পাশাপাশি বিরোধীদলীয় নেতাকর্মীদের নাজেহাল ও ঘায়েল করতে মিথ্যা মামলা দায়ের ও কারান্তরীণ রাখার মতো অপকর্ম এখনও বেপরোয়া। তিনি আরও বলেন, সরকারের সকল অপকর্ম ও অপশাসন রুখে দিতে জনগণের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোন উপায় নেই। তিনি অবিলম্বে সিলেট জেলা ছাত্রদল নেতা মাহবুবুল আলম, যুবদল নেতা ইমরান, ছাত্রদল নেতা জায়েদ, নামর আলী ও খোকনসহ ৯ জনের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহার এবং দক্ষিণ সুরমা থানা যুবদল নেতা আবদুল কাদির জুবেল ও এমদাদুল হক রবিনের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংঘর্ষ এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাসাস অফিসের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে তিন নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার বেলা ১১টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। জাসাস নেতাকর্মীরা জানিয়েছে সোমবার সকাল ১০টার দিকে জাসাসের পদবঞ্চিত নেতাকর্মীরা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের পঞ্চমতলায় জাসাস অফিসে তালা লাগিয়ে দেন। তালা লাগানোর এক ঘণ্টা পর সংগঠনের মহানগর নেতাকর্মীরা তালা ভেঙ্গে অফিসে প্রবেশ করে। খবর পেয়ে পদবঞ্চিত নেতাকর্মীরা পুনরায় কার্যালয়ে গিয়ে মহানগর নেতাকর্মীদের জাসাস কার্যালয় থেকে বের করে দেন। এ সময় দুই পক্ষের হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় জাসাসেস তিন নেতা আহত হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মামুন আহমেদকে সভাপতি ও চিত্রনায়ক হেলাল খানকে সাধারণ সম্পাদক করে জাসাসের আংশিক কমিটি ঘোষণা করা হয় গত ১৯ জানুয়ারি। কিন্তু আংশিক কমিটি গঠনের তিন মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। জানা গেছে, পদবঞ্চিতরা নতুন কমিটিতে স্থান দিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দাবিতে কার্যালয়ে তালা লাগায়।
×