ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাঁধ নির্মাণে দুর্নীতি

উচ্চপর্যায়ের তদন্ত কমিটির আনুষ্ঠানিকভাবে কাজ শুরু

প্রকাশিত: ০৫:৪৮, ৯ মে ২০১৭

উচ্চপর্যায়ের তদন্ত কমিটির আনুষ্ঠানিকভাবে কাজ শুরু

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ৮ মে ॥ সুনামগঞ্জের হাওড়ের ফসল ডুবির ঘটনায় গঠিত পানিসম্পদ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। তদন্তের প্রথম দিন সোমবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থানীয় সুধীজনদের মতামত নেন তদন্ত কমিটির সদস্য। পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় সুধীজনরা হাওড়ে ফসল ডুবির নানা কারণ তুলে ধরেন। তারা অভিযোগ করেন, হাওড়ের ফসল রক্ষা বাঁধ নির্মাণে ঠিকাদার, পিআইসি, পানি উন্নয়ন বোর্ডের চরম অনিয়ম ও দুর্নীতি ছিল। তাদের অনিয়ম, দুর্নীতির কারণে হাওড় পাড়ের লাখ লাখ কৃষক আজ নিঃস্ব। তারা ফসল ডুবির ঘটনায় ঠিকাদার, পিআইসি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিচার দাবি ও ঠিকাদারি প্রথা বাতিলের দাবি জানান। এর আগে রবিবার পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলী খান এনডিসির নেতৃত্বে চার সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত দল বিকেলে সুনামগঞ্জে পৌঁছেই রাত আটটা থেকে ১০টা পর্যন্ত শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে শহরের বিশিষ্টজন ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হচ্ছেনÑ যুগ্ম সচিব খলিলুর রহমান, যুগ্ম প্রধান মন্টু কুমার বিশ্বাস এবং পাউবোর সুপারিন্টেন্ডেন্ট চীফ মনিটরিং কাজী তোফায়েল আহমদ। পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলী খান বলেছেন, ‘আমাদের উচিত ছিল আরও আগেই সজাগ হওয়া, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতো। এখন সবাই সজাগ, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, কেউ কোন অভিযোগ, অনুযোগ, পরামর্শ আমাদের দিতে চাইলে লিখিত বা ই-মেইলে করতে পারেন। সুনামগঞ্জসহ আগাম বন্যায় প্লাবিত অন্যান্য জেলার হাওড়ে বাঁধ নির্মাণ ও সংস্কার কাজে যে অনিয়ম, দুর্নীতি, ধীরগতি ও অভিযোগের তদন্ত করব। সুধী সমাবেশে ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত কৃষক, মিডিয়া ব্যক্তিত্ব বলেন, সুধীজন, স্থানীয় সরকারী-বেসরকারী কর্মকর্তারা তাদের কাছে মাঠ পর্যায়ে অভিজ্ঞতা ও সাজেশন দেন।
×