ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মজিদের শতকে বড় জয় দোলেশ্বরের

প্রকাশিত: ০৫:২১, ৯ মে ২০১৭

মজিদের শতকে বড় জয় দোলেশ্বরের

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) সোমবার সবার দৃষ্টি নিবদ্ধ ছিল বিকেএসপির চার নম্বর মাঠে। কারণ, দেশের দুই জনপ্রিয় ও ঐতিহ্যবাহী চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান লড়াই হচ্ছিল সেখানে। তবে এর পাশেই তিন নম্বর মাঠে সেঞ্চুরি হাঁকিয়ে কিছুটা নজর কাড়তে পেরেছেন আব্দুল মজিদ। তার ১১৬ রানে ভর দিয়ে ৬ উইকেটে ৩৩৯ রান করা প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব শেষ পর্যন্ত ১১৯ রানে বিধ্বস্ত করে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে। অপর ম্যাচে, ফতুল্লায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ২৮ রানে পরাজিত করে লিজেন্ডস অব রূপগঞ্জ। ফতুল্লায় সোমবার দুর্বল খেলাঘরের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে রূপগঞ্জ। ৭ নম্বরে নেমে ইয়াসির আলী ৬৯ বলে ৪ চারে ৫৯ রানের একটি ইনিংস খেললে সোয়া দুই শ’ পেরিয়েছে ক্লাবটি। ষষ্ঠ উইকেটে রাজা আলী দারের সঙ্গে তিনি ৯৪ রানের জুটি গড়েন। শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ২৩৯ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ। জবাব দিতে নেমে নাজমুস সাদাতের ৭৪ বলে ১ চার ও ৩ ছক্কায় ৫২ এবং নাজিমুদ্দিনের ৮৬ বলে ৪ চারে করা ৫৯ রান ছাড়া আর কোন ব্যাটসম্যান সুবিধা করতে না পারায় ৪৮.১ ওভারে মাত্র ২১১ রানেই গুটিয়ে যায় খেলাঘরের ইনিংস। বিকেএসপির তিন নম্বর মাঠে শুরুতেই ৭২ রানের জুটি গড়েন ইমতিয়াজ হোসেন ও মজিদ। ইমতিয়াজ ৩৬ রানে ফিরে যাওয়ার পর শাহরিয়ার নাফীস ৩৪ রান করে সঙ্গ দিয়েছেন মজিদকে। দ্বিতীয় উইকেটে যোগ হয়েছে আরও ৯১ রান। তৃতীয় উইকেটে মার্শাল আইয়ুবের (২৪) সঙ্গে আরও ৫২ রান যোগ করে মজিদ শতক পূর্ণ করেন। ১১৪ বলে ৭ চার ও ৫ ছক্কায় ১১৬ রানে ফিরে যান তিনি। শুরুর এই শক্ত ভিতের কারণে শেষদিকে চতুরঙ্গ ডি সিলভা মাত্র ২৫ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। শরীফুল্লাহর ব্যাট থেকেও আসে হার না মানা ২৫ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৯ রান। ৬ উইকেটে ৩৩৯ রানের বড় সংগ্রহ পায় দোলেশ্বর। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভিক্টোরিয়া। তবে পঞ্চম উইকেটে শফিউল হায়াত ও মইনুল ইসলাম ৯৬ রানের জুটি গড়েন। দু’জনই অর্ধশতক হাঁকান। হায়াত ৬৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৬ এবং মইনুল ৯০ বলে ৪ চার ও ১ ছক্কায় ৬৪ রানে সাজঘরে ফেরার পর আর বেশিদূর যেতে পারেনি ভিক্টোরিয়া। আরাফাত সানির ক্যারিয়ারসেরা বোলিংয়ে (৬/৫৬) ৪৫.৫ ওভারে ২২০ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। স্কোর ॥ রূপগঞ্জ ইনিংস- ২৩৯/১০; ৪৯.৫ ওভার (ইয়াসির ৫৯, রাজা ৪৬, হাসানুজ্জামান ৩৬; তানভির ৩/৫৪, ডলার ২/৩৫)। খেলাঘর ইনিংস- ২১১/১০; ৪৮.১ ওভার (নাজিমুদ্দিন ৫৯, নাজমুস ৫২, পাপ্পু ৩৮; নাঈম ২/১৬, মোশাররফ ২/২৭)। ফল ॥ লিজেন্ডস অব রূপগঞ্জ ২৮ রানে জয়ী। ম্যাচসেরা ॥ ইয়াসির আলী (রূপগঞ্জ)। দোলেশ্বর ইনিংস- ৩৩৯/৬; ৫০ ওভার (মজিদ ১১৬, চতুরঙ্গ ৬৪, শরীফুল্লাহ ৩৯*, ইমতিয়াজ ৩৬, নাফীস ৩৪; মোহাম্মদ আরাফাত ২/৪৮, মাহবুবুল ২/৫৮)। ভিক্টোরিয়া ইনিংস- ২২০/১০; ৪৫.৫ ওভার (হায়াত ৬৬, মইনুল ৬৪, নাসিরুদ্দিন ২৮; আরাফাত ৬/৫৬)। ফল॥ প্রাইম দোলেশ্বর ১১৯ রানে জয়ী। ম্যাচসেরা॥ আব্দুল মজিদ (দোলেশ্বর)। মিলানকে হারিয়ে দুইয়ে ফিরল রোমা স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি এ লীগে বড় জয় পেয়েছে এস রোমা। রবিবার তারা ৪-১ গোলে রীতিমতো উড়িয়েই দিয়েছে এসি মিলানকে। এই জয়ের ফলে লীগ শিরোপা জয়ের আশা এখনও বাঁচিয়ে রেখেছে রোমা। মিলানের মাঠ সান সিরোয় এদিন জোড়া গোল করেন এডিন জিকো। অপর দুই গোলদাতা স্টেফান এল শারাওয়ে এবং ড্যানিয়েল ডি রোসি। ম্যাচের ৭৬ মিনিটে মিলানকে একমাত্র গোল এনে দেন মারিও পাসালিচ। এর দশ মিনিট পর মোহামেদ সালেহকে ফাউল করে গ্যাব্রিয়েল পায়েত্তা লাল কার্ড পেলে স্বাগতিকদের ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায়। তবে ৩৫ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শিরোপার পথে ছুটছে জভেন্টাস। ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রোমা। দুই দলেরই লীগে বাকি আর তিনটি করে ম্যাচ। লীগের প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলে রোমাকে হারাতে ঘাম ঝড়েছিল জুভদের। আগামী সপ্তাহে রোমার মাঠে খেলতে যাবে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির দল। রবিবার এস রোমা ছাড়াও জয়ের দেখা পেয়েছে ল্যাযিও, এম্পলি, জেনোয়া, ক্রোতোনে।
×