ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় বিভাগের দলের কোচ ম্যারাডোনা

প্রকাশিত: ০৫:২১, ৯ মে ২০১৭

দ্বিতীয় বিভাগের দলের কোচ ম্যারাডোনা

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও কোচিংয়ে ফিরলেন দিয়াগো ম্যারাডোনা। এবার সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বিভাগের ক্লাব আল-ফুজিরাহয়ের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। নিজের ফেসবুক পেজে ৫৬ বছর বয়সী ম্যারাডোনা এ প্রসঙ্গে বলেন, এখন থেকে এটাই আমার নতুন পরিচয়। পাশাপাশি একটি ছবিও পোস্ট করেছেন, যেখানে ক্লাবের লাল-সাদা জার্সি হাতে তাকে দেখা যাচ্ছে। ১০ নম্বর জার্সিটির পেছনে ম্যারাডোনার নামও লেখা আছে। ২০০৮-২০১০ সাল পর্যন্ত আর্জেন্টাইন জাতীয় ফুটবল দলের দায়িত্বে ছিলেন ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। এরপর তিনি আরব আমিরাত ভিত্তিক ক্লাব আল ওয়াসেল ক্লাবে ২০১১ সাল থেকে এক বছর কাটিয়েছেন। টুইটারে খবরটি নিশ্চিত করেছে ক্লাবটি। ফুটবলার হিসেবে যতটা সফল ছিলেন, কোচ হিসেবে তার ধারে কাছেও যেতে পারেননি আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর। এই ভূমিকায়ও নিজেকে সফল হিসেবে দেখতে মরিয়া সাবেক এই তারকা ফুটবলার। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ ছিলেন, সেখানে খুব একটা সফল হতে পারেননি। তারপর সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলের দায়িত্ব নিয়েও ব্যর্থ হন তিনি। তবে কোচিংয়ের ভূতটা মাথা থেকে নামেনি। সম্প্রতি আবার আর্জেন্টিনার কোচ হতে চান বলে ঘোষণা দেন। ম্যারাডোনার এই ইচ্ছার ধার ধারেনি দেশটির ফুটবল কর্তৃপক্ষ। তবে আবার কোচের ভূমিকায় দেখা যাবে ম্যারাডোনাকে।
×