ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাকু যাচ্ছেন জাতীয় দলের ৬ সাঁতারু

প্রকাশিত: ০৫:২১, ৯ মে ২০১৭

বাকু যাচ্ছেন জাতীয় দলের ৬ সাঁতারু

স্পোর্টস রিপোর্টার ॥ চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমসে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সাঁতার দলের ৬ সদস্যের একটি দল আজারবাইজানে যাচ্ছে। গতকাল সোমবার নৌসদর দফতরে উক্ত প্রতিনিধি দল সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে। আজারবাইজানের বাকু শহরে আগামী ১২-২২ মে অনুষ্ঠিতব্য গেমসে বাংলাদেশ দলের সাঁতারু মাহফুজা খাতুন শিলা, নাজমা খাতুন, রোমানা আক্তার, নাইমা আক্তার, জুয়েল আহমেদ ও মোঃ আরিফুল ইসলাম অংশগ্রহণ করবেন। সফরে বাংলাদেশ দলের সঙ্গে রয়েছেন দক্ষিণ কোরিয়ান কোচ তেগুন পার্ক। ডেভেলপমেন্ট কাপ ফুটবল শুরু স্পোর্টস রিপোর্টার ॥ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদফতরের আয়োজনে পর্দা উঠল দেশের আট বিভাগের অনুর্ধ ১৬ বালকদের নিয়ে গড়া ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা। সোমবার উদ্বোধনী ম্যাচে ময়মনসিংহ বিভাগকে ৩-২ গোলে হারিয়ে শুভসূচনা করে গত আসরের চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। রংপুর বিভাগের হয়ে একটি করে গোল করেন উদয়, সিরাজ এবং রকি। ময়মনসিংহ বিভাগের হয়ে একটি করে গোল করেন রানা এবং আবু বক্কর সিদ্দিক। ম্যাচসেরা হন ময়মনসিংহ বিভাগের আবু বক্কর সিদ্দিক। পাইওনিয়ার ফুটবলে সাকিবের হ্যাটট্রিক স্পোর্টস রিপোর্টার ॥ পাইওনিয়ার ফুটবল লীগে বড় জয় কুড়িয়ে নিয়েছে এফসি ব্রাহ্মণবাড়িয়া। সোমবার ‘ক’ গ্রুপের খেলায় বাসাবো মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা কমিশনার শফিউদ্দিন স্মৃতি সংসদকে ৬-২ গোলে বিধ্বস্ত করে। বিজয়ী দলের মোঃ সাকিব একাই করে হ্যাটট্রিকসহ চার গোল। ১টি করে গোল করে মোজাজ্জেল এবং আতিকুর। ম্যাচসেরার পুরস্কার পায় সাকিব। এছাড়া অপর ম্যাচগুলোতে ‘খ’ গ্রুপে ইস্ট এন্ড ক্লাব মাঠে বিক্রমপুর একাদশ ০-০ গোলে ড্র করে চাঁদপুর কিশোর ফুটবল একাডেমির সঙ্গে। ম্যাচসেরা হয় রাজন চৌধুরী (চাঁদপুর কিশোর)। ‘খ’ গ্রুপে একই মাঠে অনুষ্ঠিত খেলায় মাসদাইর যুব সংঘকে ৩-০ গোলে হারায় আরামবাগ ক্রীড়া সংঘ (জুনিয়র)। ম্যাচসেরা হয় বিজয়ী দলের জয়। একই গ্রুপে আউটার স্টেডিয়ামে আমলীগোলা ফুটবল একাডেমিকে ৪-০ গোলে হারায় ওয়াজেদ মিয়া ক্রীড়া চক্র। বিজয়ী দলের মিলন ম্যাচসেরা হয়। একই গ্রুপে একই মাঠে অনুষ্ঠিত ম্যাচে লালবাগ তরুণ সংঘ ৩-২ গোলে হারায় আলহাজ নূর ইসলাম ফুটবল একাডেমিকে।
×