ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় হকি গোল্ডকাপের বর্তমান চ্যাম্পিয়ন ফরিদপুরের বিদায়

শেষ আটে ময়মনসিংহ-ঢাকা শিক্ষা বোর্ড

প্রকাশিত: ০৫:২০, ৯ মে ২০১৭

শেষ আটে ময়মনসিংহ-ঢাকা শিক্ষা বোর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চলমান ‘এটিএন বাংলা জাতীয় হকি গোল্ডকাপ’-এ জাতীয় হকিতে এই প্রথমবারের মতো প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ল বর্তমান চ্যাম্পিয়ন ঐতিহ্যবাহী ফরিদপুর জেলা। অতীতে বাদ পড়লেও ন্যূনতম কোয়ার্টার ফাইনাল অথবা সেমিফাইনালে গিয়ে বাদ পড়েছে। কয়েকবার চ্যাম্পিয়নও হয়েছে দলটি। ১ ও ৫ নম্বর গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত করেছে যথাক্রমে ঢাকা শিক্ষা বোর্ড ও ময়মনসিংহ জেলা। উভয়েই তিনটি করে ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে নাম লেখায়। ১ নম্বর গ্রুপ থেকে চট্টগ্রাম জেলা ফরিদপুর ও নারায়ণগঞ্জকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, ফরিদপুর এক ম্যাচ জিতে তৃতীয় স্থানে এবং নারায়ণগঞ্জ তিন ম্যাচ হেরে তলানিতে। ৫ নম্বর গ্রুপে কুড়িগ্রাম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, ঠাকুরগাঁও একটিতে জিতে ও দুইটিতে হেরে তৃতীয় স্থানে এবং সাতক্ষীরা প্রতি ম্যাচ হেরে শূন্যতে। এই গ্রুপে ময়মনসিংহ তিন ম্যাচে ১৮ গোল করে হজম করেছে ৫ গোল। আর ১ নম্বর গ্রুপে ঢাকা শিক্ষাবোর্ড তিন ম্যাচে ১৩ গোল করে এক গোল হজম করে। আজ থেকে শুরু হবে ৬ ও ৮ নং গ্রুপের খেলা। শেষ হবে আগামী ১১ মে। সোমবারের প্রথম ম্যাচে চট্টগ্রাম জেলা ৩-১ গোলে হারায় ফরিদপুরকে। সহিদুল ইসলাম জোড়া গোল করেন (৫৬ ও ৫৯ মিনিটে)। অপর গোলটি করেন থুইনু মারমা (পিসি থেকে, ২৭ মিনিটে)। ফরিদপুরের ইমরান ৫৯ মিনিটে পিসি থেকে একটি গোল শোধ করেন। দ্বিতীয় ম্যাচে ঠাকুরগাঁও ৫-১ গোলে হারায় সাতক্ষীরাকে। বিজয়ী দলের ইপু জোড়া গোল করেন (১৭ ও ৪৬ মিনিটে)। এছাড়া ১টি করে গোল করেন এককা (১), রাশিক (৫৭) ও সন্তোষ (৬৯)। বিজিত দলের সাইফুল একমাত্র গোলটি করেন ৩৭ মিনিটে। তৃতীয় ম্যাচে ময়মনসিংহ ৬-২ গোলে হারায় কুড়িগ্রামকে। বিজয়ী দলের মাশুক (১৫ ও ২৬ মিনিটে) এবং রাহাত (৪১ ও ৬৯) জোড়া গোল করেন। এছাড়া ১টি করে গোল করেন সৈকত (১১) এবং হিমেল (৬৭)। বিজিত দলের ফয়সাল (২৯) এবং সাঈদ (৭০) মিনিটে ১টি করে গোল করেন। দুটি গোলই হয় পিসি থেকে। চতুর্থ ম্যাচে ঢাকা শিক্ষা বোর্ড ৬-১ গোলে হারায় নারায়ণগঞ্জ জেলাকে। বিজয়ী দলের প্রিন্স লাল সামন্ত ১৯ ও ২৫ মিনিটে এবং তাহমিদ হক ৩৮ ও ৬৮ মিনিটে জোড়া গোল করেন। এছাড়া ১টি করে গোল করেন পরিমল মার্ডি (১৪) এবং প্রমোদ দেওয়ান (৫৩)। বিজিত দলের সাগর ১টি গোল করেন (৪৪ মিনিটে)।
×