ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সততা ও সেঞ্চুরি- আলোচনায় হাশিম আমলা

প্রকাশিত: ০৫:১৮, ৯ মে ২০১৭

সততা ও সেঞ্চুরি- আলোচনায় হাশিম আমলা

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) টানা দুই ম্যাচে ভিন্ন কারণে আলোচনায় হাশিম আমলা। প্রথমে সততা ও পরেরটিতে সেঞ্চুরির জন্য। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আম্পায়ার আউট না দিলেও নিজে থেকে প্যাভিলিয়নে ফিরে যান, আর রবিবার গুজরাট লায়ন্সের বিপক্ষে প্রথম ব্যাটসম্যান হিসেবে এবারের আসরে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকান কিংস ইলেভেন পাঞ্জাবের এ ক্রিকেটার। প্রথমটিতে জিতলেও সেঞ্চুরির ম্যাচে অবশ্য হেরে যায় তার দল। প্রথম ঘটনা শুক্রবার রাতের ম্যাচের। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি পাঞ্জাব। মার্টিন গাপটিলের সঙ্গে ওপেন করতে নামেন আমলা। শুরুটা ভাল হয়নি। দলের স্কোরশিটে ২ রান যোগ হতেই আমলা ফেরেন সাজঘরে। নিজের ইচ্ছায় আউট না হলে আমলা ব্যাট করতে পারতেন আরও কিছুক্ষণ। কিন্তু সততার পরিচয় দিয়ে এ ক্রিকেটার সেটা করেননি। এটা বুঝতে পেরে আম্পায়ারের সঙ্কেত পাওয়ার আগেই ক্রিস ছেড়ে চলে যান আমলা। এ দেখে বোলার অনিকেত চৌধুরী আম্পায়ারের কাছে ‘হালকা’ আবেদন করেন। পরে আমলাকে আউট বলে ঘোষণা করেন আম্পায়ার। আইপিএলের অফিসিয়াল টুইটার পেজে আমলার প্রশংসায় লেখা হয়েছে, ‘হাশিম আমলা ফেয়ার প্লের শুভেচ্ছাদূত।’ এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি করে। পরের ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি। ৬০ বলে ১০৪ রানের এক ইনিংস খেলেন গুজরাট লায়নসের বিপক্ষে। পাঞ্জাবের হয়ে এই মৌসুমে যেটি তার দ্বিতীয় সেঞ্চুরি। আইপিএল তো বটেই নিজের টি২০ ক্যারিয়ারে এক যুগে সেঞ্চুরি পাননি কখনই। এবার ১৭ দিনের ব্যবধানে করে ফেললেন দুটি সেঞ্চুরি। ২০ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষেও ৬০ বলে ১০৪ রান করেছিলেন আমলা। গত বছর প্রথম শন মার্শের বদলি হিসেবে পাঞ্জাবে খেলে আইপিএলের স্বাদ পান। ৬ ম্যাচ খেলে করেছিলেন ১৫৭ রান। এবার ১০ ম্যাচে সমান দুটি করে সেঞ্চুরি ও সেঞ্চুুরির সাহায্যে ৬০ গড়ে ৪২০ রান।
×