ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

উইম্বলডনের চিন্তা নেই শারাপোভার

প্রকাশিত: ০৫:১৮, ৯ মে ২০১৭

উইম্বলডনের চিন্তা নেই শারাপোভার

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট উইম্বলডনে খেলতে পারবেন কী না নিয়ে সংশয় রয়েছে মারিয়া শারাপোভার। তবে তা নিয়ে এখনই মাথা ঘামাতে রাজি নন রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। রবিবার মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করার পরই এমন মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা বলেন, ‘উইম্বলডনে খেলার জন্য মুখিয়ে রয়েছি আমি। সেই টুর্নামেন্টে খেলতে পারাটা নিঃসন্দেহেই আমার জন্য দারুণ বিষয়ে হবে। আমার জন্য সেই টুর্নামেন্টটা খুবই অর্থবহ। কিন্তু এটা তো অনেক দূরের বিষয়। তাই এই মুহূর্তে সেদিকে দৃষ্টি না দেয়াটাই আমার জন্য ভাল।’ ডোপ পাপে নিষিদ্ধ হয়েছিলেন মারিয়া শারাপোভা। দীর্ঘ ১৫ মাস টেনিস কোর্টের বাইরে কাটিয়ে গত মাসেই ফিরেছেন রাশিয়ান তারকা। জার্মানির স্টুটগার্ট ওপেন দিয়ে টেনিস কোর্টে ফিরেছেন মাশা। তবে ফেরাটা মন্দ হয়নি তার। টানা তিন জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালও খেলেছেন তিনি। কিন্তু শেষ চারে ক্রিস্টিনা মাদেনোভিচের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন শারাপোভা। এই পারফর্মেন্সের পরও ফ্রেঞ্চ ওপেন নিশ্চিত করতে পারেননি তিনি। মেয়েদের র‌্যাঙ্কিংয়ে ২৬২ নম্বরে থাকায় এখন ওয়াইল্ড কার্ডই তার একমাত্র ভরসা। সুযোগ পাবেন কিনা, সেটা জানতে পারবেন ১৬ মে। ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন তাদের সিদ্ধান্ত জানালে। মারে অবশ্য শারাপোভার রোলাঁ গারোঁতে খেলা নিয়ে বলেননি কিছু। তার বিশ্বাস উইম্বলডনে দেখা যেতে পারে পাঁচটি গ্র্যান্ডসøামের মালিককে। এ বিষয়ে পুরুষ এককের নাম্বার ওয়ান তারকা বলেন, ‘আমার মনে হয় উইম্বলডনে ওয়াইল্ড কার্ড পাওয়ার ভাল সম্ভাবনা আছে তার। এই মুহূর্তে আমাদের দেখতে হবে ঠিক কী ঘটে, কারণ এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি তার বিষয়ে।’ মারে এ সময় আরও বলেন, ‘হতে পারে মাদ্রিদ কিংবা রোম (ওপেন) শেষে মূল ড্রতেই থাকল সে। তাই আমার মতে উইম্বলডনে তার খেলার ভাল সুযোগ আছে।’ রাশিয়ান তারকার উইম্বলডনের মূল ড্রতে জায়গা পেতে হলে করতে হবে একটি কাজ। মাদ্রিদ কিংবা রোমের টুর্নামেন্টের যে কোন একটার সেমিফাইনাল পর্যন্ত যেতে পারলেই কাজ হয়ে যাবে শারাপোভার। রাশিয়ান তারকাও হাঁটছেন ঠিক সে পথে। স্টুটগার্ট টুর্নামেন্টের পর স্পেনের রাজধানীতে চলমান মাদ্রিদ ওপেনেও শুভসূচনা করেছেন তিনি। রবিবার প্রথম রাউন্ডের ম্যাচে ৩০ বছর বয়সী শারাপোভা ৪-৬, ৬-৪ এবং ৬-০ সেটে পরাজিত করেন ক্রোয়েশিয়ার মিরজানা লুসিচ বারোনিকে। মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ডে শারাপোভা মুখোমুখি হন ইউজেনি বাউচার্ডের। কানাডিয়ান তারকা টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ফ্রান্সের এ্যালিজ কোর্নেটকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেন। অথচ এই বাউচার্ডই শারাপোভার ফেরা নিয়ে কড়া সমালোচনা করেছিলেন। রাশিয়ান তারকাকে ‘প্রতারক’ বলেও মন্তব্য করেছিলেন তিনি। শুধু তাই নয়, টেনিস থেকে শারাপোভাকে আজীবনের জন্য নিষিদ্ধ করার দাবিও জানিয়েছিলেন বাউচার্ড। তবে শারাপোভা অবশ্য এসবে কান দিতে চান না। বরং টেনিস কোর্টে নিজের সেরাটা ঢেলে দিতে মরিয়া তিনি। তাই মাদ্রিদ ওপেনের বাকি ম্যাচগুলোতেও নিজের সেরাটা দিতে চান মাশা। স্পেনের রাজধানীর এই টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন শারাপোভা। এবারও তার লক্ষ্য শিরোপায়। কেননা মাদ্রিদ ওপেন এবং রোম ওপেনে ভাল করতে পারলেই ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডনে খেলার দরজা উন্মুক্ত হয়ে যাবে তার। যে কারণেই দুটি টুর্নামেন্টকে আলাদা করেই গুরুত্ব দিচ্ছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান।
×